প্রচারে বেরিয়ে আক্রান্ত তৃণমূল প্রার্থী, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ https://ift.tt/6bYlsNy - MAS News bengali

প্রচারে বেরিয়ে আক্রান্ত তৃণমূল প্রার্থী, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ https://ift.tt/6bYlsNy

এই সময় ডিজিটাল ডেস্ক: নির্বাচনী প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন পশ্চিম মেদিনীপুরের খড়ার পুরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অরূপ রায়। বর্তমানে আশঙ্কাজনক জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সোমবার তিনি প্রচারে বেরিয়েছিলেন। তখনই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন 'দুয়ারে সরকার' কর্মসূচি ফর্ম ফিলআপ করছিলেন অনুপ জানা সহ বেশ কিছু তৃণমূল কর্মী। আর সেই সময় অরূপ রায় পৌঁছতেই তর্ক-বিতর্ক শুরু হয়। যা পরবর্তীতে মারধরর পর্যায়ে পৌঁছয়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তৃণমূল প্রার্থী অরূপ রায় ও অনুপ জানা হাসপাতালে চিকিৎসাধীন। এ প্রসঙ্গে ঘাটালের সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আশীষ হুদাইত বলেন, "আমাদের জয় নিশ্চিত জানার পর পাশবিক শক্তি প্রয়োগ করেছে একদল মানুষ। আমরা জানতে পেরেছি কারা ওই কাজ করেছে। যারা ওই কাজ করেছিলেন, তারা এতদিন নিজেদের তৃণমূল বলে এসেছেন। কিন্তু, আদতে তারা কেউই তৃণমূল নন। তাদের স্বেচ্ছাচারিতার বিষয়টি এতদিন ঢাকা ছিল। আজ সকলের সামনে চলে এসেছে বিষয়টি। যারা এই কাজ করেছে তাদের শাস্তির ব্যবস্থা করতে বলেছি আমরা।" ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাঝি বলেন, "অরূপ রায় গুরুতর আহত হয়েছেন। আমি তাঁকে দেখে এলাম। তাঁর বুকের বাঁদিকে ভীষন ব্যথা রয়েছে। কথা তো বলতে পারছেন না। কিন্তু, হাতের ইশারায় বোঝালেন যে কী সমস্যা রয়েছে তাঁর। পরিবারের সঙ্গেও কথা হল। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা ভালো কাজ করছেন না।" তাঁর সংযোজন, "গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমেই এই নির্বাচনে নেমেছে অরূপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে তিনি লড়াই করছেন। এলাকার মানুষ তাঁকে খুবই ভালোবাসে। অরূপের জয় নিশ্চিত জেনে কিছু মানুষ এই চক্রান্ত করছেন। গোষ্ঠীদ্বন্দ্ব অস্বীকার করার জায়গা নেই। ২০২১ সালে যারা শংকর দলুইকে হারানোর চেষ্টা করছিল, আমাদের বিশ্বাস তারাই এই নির্বাচনে অরূপের ক্ষতি করে আখেরে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করতে চাইছে।" বিক্ষুব্ধ তৃণমূল নেতা অনুপ জানার কথায়, "আজ আট ও ন' নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার কর্মসূচি ছিল। রুইদাস পল্লির কাছে কিছু মানুষ আমার কাছে এসেছিলেন তাঁদের সমস্যা নিয়ে। শুক্রবার কিছুটা কাজ আমরা মিটিয়ে দিয়েছিলাম। আজ বাকি ফর্ম ফিলআপ করে দিচ্ছিলাম। হঠাৎ তৃণমূলের ঝান্ডা নিয়ে কিছুজন আসছিল। হঠাৎ দেখি একটি বাহিনী এগিয়ে আসছে। এরপরেই আমাকে মারতে শুরু করে কিছুজন।" তাঁর অভিযোগ, "ওরা হয়ত আমাকে প্রাণেই মেরে ফেলত। কিন্তু, পাড়ার লোকজন তাদের আটকে দেয়। অরূপ বাবু নিজে ছিলেন ঘটনাস্থলে। ঝান্ডার বাঁশ দিয়ে আমাকে মারতে শুরু করে প্রথমে। পরে লাথি, চড়, ঘুষি মারে।আমার সঙ্গে সাময়িক মনোমালিন্য রয়েছে তৃণমূলের। আগে আমি তৃনমূলই করতাম। ছ' থেকে সাত মাস হল দলের সঙ্গে দূরত্ব বেড়েছে।"


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/SpbYmoP

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads