"ঋদ্ধি জানেন, কখন তাঁকে থামতে হবে!" বলছেন তাঁর ছোটবেলার কোচ https://ift.tt/3wsVzjf - MAS News bengali

"ঋদ্ধি জানেন, কখন তাঁকে থামতে হবে!" বলছেন তাঁর ছোটবেলার কোচ https://ift.tt/3wsVzjf

এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় উইকেট কিপার ঋদ্ধিমান সাহার () শ্রীলঙ্কা সিরিজে টেস্ট দল থেকে বাদ পড়ার প্রসঙ্গ নিয়েই আপাতত সরগরম ভারতীয় ক্রিকেট মহল। ঋদ্ধিকে 'টিম ম্যানেজমেন্ট' বার্তা দিয়েছে, শুধুমাত্র বয়সের জন্যই টেস্ট দল থেকে তাঁকে বাদ দেওয়া হল। আর এরপরই ঋদ্ধি বিস্ফোরণ ঘটান। তাঁকে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন তিনি বোর্ড সভাপতি পদে থাকাকালীন ঋদ্ধিকে কখনই দল থেকে বাদ পড়তে হবে না! এদিকে, নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঋদ্ধিকে তাঁরা আর দলের জন্য ভাবছেন না। বরং তরুণ উইকেট কিপার এস ভরতকে দলে নিতে চাইছেন তাঁরা। এই বিষয়ে একটি সাক্ষাৎকারে ঋদ্ধির ছোটবেলার কোচ জয়ন্ত মজুমদার জানাচ্ছেন, "কোনও ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য তাঁর 'ফিটনেস' ও 'ফর্ম'ই প্রধান বিষয় হওয়া উচিত। সেখানে বয়স কোনও বাধা হতে পারে না। আর তাছাড়া আরও অনেক সিনিয়র ক্রিকেটার আছেন, যাঁদের বয়স ৩০ বছর পেরিয়ে গিয়েছে। তাহলে শুধু ঋদ্ধিকে বাদ পড়তে হল কেন! এক-একজন ক্রিকেটারের ক্ষেত্রে আলাদা আলাদা রকমের নিয়ম নাকি! ঋদ্ধি অবিচারের শিকার হয়েছেন। বাকি পেশাদার ক্রিকেটারদের মতোই ঋদ্ধিমান সাহাও জানেন কখন তাঁকে থামতে হবে। কখন অবসর নিতে হবে। ওঁর একটা সম্মান আছে। অযথা জায়গা আটকে রেখে নিজের সম্মান হারানোর ছেলে তিনি নন।" এরপরে জয়ন্ত ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় প্রসঙ্গে জানান, "সাহা যেটা বলছেন, দ্রাবিড় ওঁকে ডেকে বলেছেন অবসর নেওয়ার কথা, দ্রাবিড়ের মতো জেন্টলম্যান ক্রিকেটারের থেকে এটা মেনে নেওয়া যায় না। ঋদ্ধির সঙ্গে ব্যবহারটা ঠিক করা হয়নি। ওঁর ফর্ম আর ফিটনেস আছে আরও দুই থেকে তিন বছর খেলে যেতে পারতেন অনায়াসে। কারণ, ঋদ্ধি এখনও দেশের এক নম্বর উইকেট কিপার।" প্রসঙ্গত, "ইডেনে তৃতীয় টি-20 ম্যাচের পরে ঋদ্ধি ইস্যুতে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় জানান, ভারতীয় দলে ঋদ্ধিমান সাহার অবদান, ওঁর পারফরম্যান্সের জন্য আমি আজীবন ওঁকে সম্মান জানিয়ে যাব। তবে, আমি কিন্তু দলের ভবিষ্যতের কথা ভেবে ঋদ্ধিকে পরামর্শ দিয়েছিলাম। কারণ, আমার মনে হয় ঋদ্ধি সততা ও স্বচ্ছতা প্রত্যাশা করেন। ওঁর সত্যিটা জানা দরকার ছিল। তবে শুধুমাত্র ঋদ্ধিমান সাহাই নন, আমি সব ক্রিকেটারের সঙ্গেই খোলামেলা আলোচনা করি। এটাই আমার নীতি।" সব মিলিয়ে ঋদ্ধিমান সাহাকে নিয়ে আপাতত সরগরম ভারতীয় ক্রিকেটের অন্দর মহল। তাঁর সঙ্গে যে আচরণ হয়েছে, তা সঠিক, নাকি সেটা একেবারেই ভুল করা হয়ছে, তা নিয়ে কাটাছেঁড়া চলছে। খুব স্বাভাবিকভাবে আমজনতার মধ্যে এ নিয়ে মতভেদ থাকবে। বিশেষ করে ঋদ্ধিমানের অনুরাগীদের কাছে এটা বড় ধাক্কা। প্রিয় খেলোয়াড়কে তাঁরা অন্তত আরও কয়েক বছর মাঠেই দেখতে চেয়েছিলেন।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/oIHQR0S
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads