মুখ্যমন্ত্রীর নির্দেশে আনিস খান মৃত্যু রহস্যে তদন্ত শুরু SIT-এর https://ift.tt/24f5J0C - MAS News bengali

মুখ্যমন্ত্রীর নির্দেশে আনিস খান মৃত্যু রহস্যে তদন্ত শুরু SIT-এর https://ift.tt/24f5J0C

এই সময় ডিজিটাল ডেস্ক: আনিস খানের মৃত্যুরহস্য সংক্রান্ত মামলার তদন্ত চালাতে দ্রুত সিট (SIT) গঠনের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশের পরই কাজ শুরু করে দিল 'স্পেশাল ইভেস্টিগেশন টিম'। ADG CID জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে 'সিট' গঠন করা হয়েছে। আমতার ঘটনায় তদন্তের ভার পেয়ে সোমবার রাতেই সিটের একজন সদস্য মিরাজ খালিদ আমতা থানায় এসে পৌঁছন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আমতার ছাত্রনেতা আনিস খানের রহস্য মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী ()। সোমবার নবান্নে (Nabanna) একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "ঘটনার নিরপেক্ষ তদন্তর জন্য আমরা সিট (SIT) গঠন করছি। দোষীরা সকলেই শাস্তি পাবে।" আগামী ১৫ দিনের মধ্যে এই তদন্তের রিপোর্ট জমা করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও ছাত্রনেতা আনিসের মৃত্যুর কিনারা করা তো দূরে থাক, অভিযুক্তদের খুঁজে বের করতেও পারেনি পুলিশ। যার জেরে বিক্ষোভ ছড়িয়েছে। তাতে আনিসের পরিবারের সদস্য থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করছেন। ঘটনার জেরে উত্তাপ ক্রমেই বাড়ছে। এদিকে, আনিসের মোবাইলের হদিশ মেলা থেকে শুরু আনিসের বিরুদ্ধে POCSO আইনের মামলা সংক্রান্ত বিষয়টি উঠে আসার পর এই মৃত্যুর ঘটনা নতুন মোড় নিয়েছে। উল্লেখ্য, সোমবার সকালে আনিসের পরিবার দাবি করে, আনিসের মোবাইলটি বাড়ির ছাদেই এক কোণে পাওয়া গিয়েছে। খুঁজে পেয়েছেন বাড়ির সদস্যরাই। কিন্তু সেই ফোন পুলিশের হাতে তুলে দিতে অস্বীকার করেছেন আনিসের পরিবার সদস্যরা। আনিসের মোবাইলটি আদালত বা CBI-এর হাতে তুলে দেওয়া হবে, এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁরা। আনিসের বাবার দাবি, ওই ফোনের মধ্যেই হয়তো কোনও গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে। পুলিশের হাতে পড়লে সেই তথ্য মুছে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছেন তিনি। এদিন সকালে হাওড়া গ্রামীণ পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট আধিকারিক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান যে গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে ও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করার চেষ্টা চলছে। সেই ফোন উদ্ধারের পর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আনিসের বাবা ও দাদা। অন্যদিকে, এদিনই আনিসের পরিবারের সঙ্গে দেখা করতে আমতা যান পীরজাদা কাসেম সিদ্দিকী। তিনিও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই মৃত্যু রহস্যের সঠিক বিচার না পেলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পীরজাদা কাসেম সিদ্দিকী।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/816JcBv
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads