দাউদের ভাগ্নেকে জেরা ED আধিকারিকদের https://ift.tt/NopEiD8 - MAS News bengali

দাউদের ভাগ্নেকে জেরা ED আধিকারিকদের https://ift.tt/NopEiD8

এই সময় ডিজিটাল ডেস্ক: আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের () ভাগ্নে আলিশা পার্কারকে () জিজ্ঞাসাবাদ করছেন Enforcement Directorate (ED)-এর আধিকারিকরা। সোমবার আলিশাকে গোয়েন্দাদের মুখোমুখি হতে হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, মুম্বই শহর-সহ গোটা দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে যে সমাজবিরোধী দল বা গ্যাংগুলি (দাউদের সঙ্গে যাদের এক সময় সম্পর্ক ছিল) সক্রিয় রয়েছে, সেগুলির সম্পর্কে খোঁজখবর নিতেই দাউদের ওই আত্মীয়কে জেরা করা হচ্ছে। ED সূত্রে জানা গিয়েছে, হলেন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের (Haseena Parkar) ছেলে। উল্লেখ্য, ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসিনা পার্কারের মৃত্যু হয়। এদিকে, গত ১৮ ফেব্রুয়ারি দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরকে (Iqbal Kaskar) গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ডন দাউদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে তারা। সেই তদন্তে দাউদের সঙ্গী, সাথী এবং তাঁর সঙ্গে যুক্ত বিভিন্ন সমাজবিরোধী এবং দুষ্কৃতীদের সম্পর্কেও খোঁজখবর চালাচ্ছেন গোয়েন্দারা। সূত্রের দাবি, দাউদ কীভাবে তাঁর অপরাধের জাল বিছিয়েছেন, তা বুঝতেই তাঁর সঙ্গে কাজ করা লোকেদের সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করতে মরিয়া ED। সেই কারণেই দাউদের ভাইকে গ্রেফতার করেছে তারা। ইতিমধ্যেই তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে থানের আদালতে আবেদন করেন ED আধিকারিকরা। সেই আবেদন মেনেও নেয় আদালত। ইকবালকে গ্রেফতার করে মুম্বইয়ের PMLA আদালতে নিয়ে আসা হয়। সেখান থেকেই আদালতের নির্দেশ অনুযায়ী তাঁকে নিজেদের হেফাজতে নেয় ED। আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ED হেফাজতেই থাকবেন তিনি। প্রসঙ্গত, অপরাধ জগতের সঙ্গে ইকবালের পুরনো সম্পর্ক রয়েছে। ২০১৭ সালের তাঁর বিরুদ্ধে মহারাষ্ট্রের থানে থানায় তিনটি অভিযোগ দায়ের করা হয়। প্রত্যেকটি অভিযোগই তোলাবাজি সংক্রান্ত। সেই ঘটনায় কারাবাসও করতে হয় ইকবালকে। গোয়েন্দারা জানতে পেরেছেন, দাউদের সাম্রাজ্য সামলানোর ক্ষেত্রে ইকবালের বড় ভূমিকা রয়েছে। মূলত, মুম্বই শহর ও তার আশপাশের বিভিন্ন এলাকায় দাউদের অনুগামীরা যেসব বেআইনি কাজকারবার করত, তা পরিচালনার দায়িত্বে ছিলেন এই ইকবাল। সম্প্রতি গোয়েন্দারা জানতে পারেন, ভারতে আবারও সক্রিয় হয়েছে উঠছে দাউদের অনুগত সমস্ত বাহিনী। গোটা দেশে সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। এমন ঘটনা ঘটলে আইন-শৃঙ্খলা ভেঙে পড়বে। দাউদ ও তাঁর সঙ্গী-সাথীরা সেটাই চান বলে দাবি সূত্রের। গত সপ্তাহে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় একসঙ্গে তল্লাশি অভিযান চালান ED গোয়েন্দারা। দাউদের বোন হাসিনা পার্কার মুম্বইয়েরই নাগপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। ED আধিকারিকরা সেখানেও তল্লাশি চালান। সূত্রের খবর, এই ঘটনায় একজন প্রবীণ রাজনীতিককে জেরা করা হতে পারে। গোয়েন্দাদের অনুমান, ওই ব্যক্তি অতীতে দাউদের ঘনিষ্ঠদের সঙ্গে আর্থিক লেনদেন করেছেন। আগামী দিনে এই বিষয়েই ED তাঁকে জেরা করতে পারে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/anJ8Iwf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads