Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3oVMsH8
ডায়বিটিসে ভুগবেন কী না, জানাবে আপনার কোষ্ঠি! কী বলছে জ্যোতিষ? https://ift.tt/3nI5WzV

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: এখন প্রায় প্রতিটি বাড়িতে একজন মধুমেহ বা ডায়াবিটিসে আক্রান্ত ব্যক্তির হদিশ পাবেন। প্রথমে বংশানুক্রমে এই রোগ এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে স্থানান্তরিত হত। তবে বর্তমানের ভুল জীবনযাপন কারণে মধুমহে দেখা যাচ্ছে। ভুল খাদ্যাভ্যাস, কাজের চাপ, অবসাদ, ফাস্টফুড এই রোগের অন্যতম কারণ। এই রোগ পুরোপুরি দূর করা যায় না, তবে জীবনযাপন প্রক্রিয়া উন্নত করে এটি নিয়ন্ত্রণে রাখা যায়। তবে কোনও ব্যক্তি ডায়বিটিসে আক্রান্ত হবে কী না, তা জ্যোতিষ শাস্ত্র বিশ্লেষণ করেও জানা যায়— ১. জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী জাতকের কোষ্ঠিতে কর্কট, বৃশ্চিক বা মীন রাশিতে দুই বা দুইয়ের বেশি পাপ গ্রহ উপস্থিত থাকে, তখন ডায়বিটিজ হওয়ার আশঙ্কা প্রবল হয়। ২. বৃহস্পতি যদি লগ্নেশের সঙ্গে ষষ্ঠ স্থানে থাকে এবং তুলা রাশিতে অধিক পাপগ্রহ উপস্থিত থাকে, তা হলে ডায়বিটিজের আশঙ্কা দেখা দেয়। ৩. পাপ গ্রহ যুক্ত দূষিত শুক্র ও চন্দ্রও ডায়বিটিজের সঙ্কেত দেয়। ৪. চন্দ্র, শুক্র, মঙ্গল, সূর্যের যোগ কোষ্ঠিতে থাকলে ডায়বিটিজ হওয়ার আশঙ্কা থাকে। ৫. শুক্রকে সৌন্দর্য, আকর্ষণ ও বিলাসিতার কারক গ্রহ মনে করা হয়। কোষ্ঠিতে শুক্র ভালো পরিণাম দিয়ে থাকলে তাঁদের জীবন আরামে কাটে। তবে শুক্র দুর্বল হলে এটি নানান রোগ ও অন্যান্য সমস্যার দিকে ইঙ্গিত দেয়। এই গ্রহ দুর্বল হলে ব্যক্তির ডায়বিটিজ হতে পারে। পাশাপাশি কুষ্ঠ রোগ, গোপন রোগ, গর্ভাশয়ের সমস্যাও দেখা দিয়ে থাকে। ৬. শনিও এই রোগের জন্য দায়ী। মধুমেহের ওষুধ ও চিকিৎসা দীর্ঘ দিন পর্যন্ত চলে। শনিকে দীর্ঘকালীন রোগের কারণ মনে করা হয়। তাই শনির অশুভ পরিস্থিতিতে ডায়বিটিজ-সহ অন্য রোগ বেড়ে যায়। ৭. অপ্রত্যক্ষ ভাবে শনিও ডায়বিটিজের কারণ। রাহু অশুভ পরিস্থিতিতে থাকলে মানসিক সমস্যা দেখা দিতে শুরু করে। ফলে অধিক অবসাদের কারণে মধুমেহ হতে পারে। উপায় ১. মধুমেহ নিয়ন্ত্রণে রাখার জন্য লগ্নেশের রত্ন ধারণ করা উচিত। ২. লাল প্রবাল, হলুদ পোখরাজ ধারণ করলেও ডায়বিটিজ নিয়ন্ত্রণে রাখা যতে পারে। ৩. যোগাসন, প্রাণায়াম, ধ্যান অভ্যাস করলেও এই রোগ নিয়ন্ত্রণে থাকে। ৪. শুক্রকে মজবুত করে মধুমেহর সম্ভাবনা থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য শুক্রায় নমঃ মন্ত্র জপ করা উচিত। শুক্রবার সাদা বস্ত্র, চাল, চিনি, দুধ, দই দান করা উচিত। আবার সাদা মুক্তো, সাদা পোখরাজ, সাদা টোপাজ ধারণ করলে সুফল পাওয়া যায়। ৫. শনিবার দরিদ্র, অসহায়দের সাহায্য করলে শনি প্রসন্ন হন। আবার রোগ থেকে মুক্তি পেতে শনিকে মজবুত করার জন্য অশ্বত্থ গাছে তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করুন। বজরংবলীর আরাধনা ও সূর্যকে জলের অর্ঘ্য দিন। কালো কুকুরকে সরষে তেল লাগানো রুটি খাওয়ান। ৬. রোজ সকালে তুলসী পাতা খেলে ও শিবের আরাধনা করলে রাহু মজবুত হয়। এ ছাড়াও রাহু শান্তির জন্য ওম ভ্রাং ভ্রীং ভ্রৌং সঃ রাহুবৈ নমঃ মন্ত্র জপ করুন।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3oVMsH8
Previous article
Next article
Leave Comments
Post a Comment