Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3l31auZ
টানা ১৯ দিন অপরিবর্তিত জ্বালানির দর, একনজরে কলকাতায় পেট্রলের দাম https://ift.tt/3nHBBkT

এই সময় ডিজিটাল ডেস্ক : দীপাবলির পর থেকেই আটকে গিয়েছে জ্বালানির দাম। কার্যত নট নড়নচড়ন জ্বালানির দরে। চলতি মাসে কালীপুজোর পর থেকে কলকাতায় পেট্রল-ডিজেলের দামে কোনও হেরফের হয়নি। পরিবর্তন হয়নি দিল্লি-মুম্বইয়ে জ্বালানির দামেও। কেন্দ্র এক্সাইজ ডিউটিতে ছাড় দেওয়ার পর থেকেই দেশের বেশিরভাগ শহরগুলিতে পেট্রল-ডিজেলের দাম রয়েছে স্থির। কেন্দ্রের পর রাজ্যগুলি VAT কমানোয় আরও সস্তা হয়েছে দাম। একনজরে দেখে নেওয়া যাক কলকাতা ও দেশের বড় শহরে আজকের পেট্রল-ডিজেলের দাম কলকাতায় লিটার প্রতি পেট্রল ( in Kolkata) কলকাতায় জ্বালানির দামে স্বস্তি পাচ্ছে সাধারণ মানুষ। পেট্রল-ডিজেলের দামের কোনও পরিবর্তন হয়নি। গত 19 দিন ধরে পেট্রল-ডিজেলের দাম রয়েছে একই। কলকাতায় প্রতি লিটার রয়েছে 104 টাকা 67 পয়সা। অন্যদিকে ডিজেলের প্রতি লিটার দাম রয়েছে 89 টাকা 79 পয়সা। দিল্লিতে লিটার প্রতি পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in New Delhi) দিল্লিতে পেট্রলের দাম রয়েছে 103 টাকা 97 পয়সা প্রতি লিটার। আবার প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে 86 টাকা 67 পয়সা। গতকালেও এই দরেই বিকিয়েছে জ্বালানি। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in Mumbai) মুম্বইয়ে পেট্রলের দর অত্যন্ত বেশি। সোমবার বাণিজ্যনগরীতে পেট্রলের দাম রয়েছে 109 টাকা 98 পয়সা। অর্থাৎ প্রায় 110 টাকা দরে। অন্যদিকে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে 94 টাকা 14 পয়সা দরে। চেন্নাইতে লিটার প্রতি পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in Chennai) জ্বালানির দরে চেন্নাইতে মঙ্গলবার কোনও পরিবর্তন হয়নি। দক্ষিণের এই শহরে শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 101 টাকা 40 পয়সা। ডিজেলের দাম রয়েছে 91 টাকা 43 পয়সা।
নয়ডায় লিটার প্রতি পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in Noida) নয়ডায় অনেকটা বেড়েছে জ্বালানির দাম। গত দু'দিন দাম কমার পরে, এদিন একলাফে দাম বেড়ে গিয়েছে 36 পয়সা। ফলে লিটারপ্রতি পেট্রলের দাম রয়েছে 95 টাকা 66 পয়সা। আবার প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে 87 টাকা 17 পয়সা। যা আগের দিনের তুলনায় 36 পয়সা বেশি।
শহর | পেট্রল | ডিজেল |
কলকাতা | 104.67/L | 89.79/L |
দিল্লি | 103.97/L | 86.67/L |
মুম্বই | 109.98/L | 94.14/L |
চেন্নাই | 101.40/L | 91.43/L |
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3l31auZ
Previous article
Next article
Leave Comments
Post a Comment