রাজসুখ পাবেন না প্রধানমন্ত্রী হবেন? সব জানাবে আপনার পায়ের রেখা! https://ift.tt/3nGBfLg - MAS News bengali

রাজসুখ পাবেন না প্রধানমন্ত্রী হবেন? সব জানাবে আপনার পায়ের রেখা! https://ift.tt/3nGBfLg

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: বৈদিক জ্যোতিষের একটি অংশ সমুদ্র শাস্ত্র। মানুষের শারীরিক গঠনের ভিত্তিতে তাঁর স্বভাব ও ভবিষ্যতের সঙ্গে জড়িত তথ্য প্রদান করে থাকে এই শাস্ত্র। গরুঢ় পুরাণে সামুদ্রিক শাস্ত্রের বর্ণনা পাওয়া যায়। প্রচলিত আছে যে কার্তিকেয় এর রচনা করেছিলেন। তবে সমুদ্র দেবতা দ্বারা সমাজকল্যাণের জন্য এটি নিরাপদে রাখার কারণে এর নাম হয় সমুদ্র শাস্ত্র। হস্তরেখা বিজ্ঞান সমুদ্র শাস্ত্রেরই একটি অংশ। প্রচলিত আছে, আমাদের হাতের রেখায় আমাদের অতীত ও ভবিষ্যতের নানান রহস্য লুকিয়ে রয়েছে। তবে হাতের পাশাপাশি পায়ের রেখাও যে আমাদের ভবিষ্যতের ইঙ্গিত দেয়, তা কী জানা আছে? সমুদ্র শাস্ত্র অনুযায়ী পায়ের পাতায় উপস্থিত রেখা পড়ে ভবিষ্যৎ সম্পর্কে জানা যায়। ভবিষ্যৎ সম্পর্কে কী ইঙ্গিত দেয় আপনার পায়ের রেখা জেনে নিন। ১. পায়ের মধ্যভাগ থেকে একটি রেখা মাঝের আঙুল পর্যন্ত গেলে ব্যক্তি নিজের জীবনে সমস্ত সুখ ভোগ করে। ধন-সম্পত্তি ও সন্তান সুখে পরিপূর্ণ থাকে সেই ব্যক্তি। ২. পায়ে শঙ্খ, চক্র, মাছের চিহ্ন থাকলে সেই ব্যক্তি মন্ত্রীপদ, স্থাবর ও অস্থাবর সম্পত্তি লাভ করে। ৩. যে ব্যক্তির পায়ে ধ্বজা, ছত্র, চক্র, স্বস্তিক, পদ্ম ইত্যাদির চিহ্ন থাকে তাঁরা সম্রাট হন। পায়ে হাতি, ঘোড়া, তোমর, পর্বত, অঙ্কুশ, স্তম্ভ, কুণ্ডল, বিল্ব, রথের মতো এক বা একাধিক চিহ্ব থাকে তা হলে ব্যক্তি প্রতিষ্ঠিত উচ্চাধিকারী বা প্রধানমন্ত্রী হন। ৪. পায়ে ডান দিকে ঘুরে থাকা চক্রের চিহ্ন, মালা বা অঙ্কুশ ইত্যাদির চিহ্ন থাকলে সেই ব্যক্তি রাজসুখ লাভ করে। ৫. আবার সূর্য, চন্দ্র, নক্ষত্র, পৃথিবী, চক্র, চামর, ব্যাঞ্জন, তোরন, সিংহ, ছত্র, স্বস্তিক, পূর্ণ, কুম্ভ, মকর, হংস, অঙ্কুশ, পদ্মের মতো এক বা একাধিক চিহ্ন থাকলে ব্যক্তি সৌভাগ্য, ঐশ্বর্য, সম্পত্তি লাভ করে। জীবনের সমস্ত সুখ ও আনন্দ উপভোগ করে সেই জাতক। ৬. পায়ের পাতা প্রাকৃতিক ভাবে নরম ও মখমলি হলে, সেই জাতকের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। সহজে সমস্ত সুখ লাভ করে এই জাতকরা। ৭. পায়ের তর্জনীতে উলম্ব রেখা থাকলে সেই জাতকের শীঘ্র বিবাহ হয়। জীবনসঙ্গীর কাছ থেকে অধিক ভালোবাসা লাভ করেন এই জাতকরা। ৮. পায়ে কুকুর, শিয়াল, মোষ, প্যাঁচা, কাকের আকৃতি থাকাকে শুভ মনে করা হয় না। পায়ে এমন আকৃতি থাকলে ওই ব্যক্তি নানান দুঃখে ঘিরে থাকে। ৯. পায়ের তালু কালো হলে অর্থাভাব থাকে। পাশাপাশি নানান রোগ ঘিরে থাকে সেই জাতককে।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3oPhQr3
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads