প্রিয়াঙ্কা-নিকের বিচ্ছেদ! যা বললেন মধু চোপড়া https://ift.tt/3cHBFed - MAS News bengali

প্রিয়াঙ্কা-নিকের বিচ্ছেদ! যা বললেন মধু চোপড়া https://ift.tt/3cHBFed

Priyanka Chopra-Nick Jonas Divorce: সোমবারই নেট পাড়ায় হইচই। ইনস্টাগ্রামের প্রোফাইলে নিজের নাম থেকে Nick Jonas-এর পদবী বাদ দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। দুয়ে দুয়ে চার করার অঙ্ক কষা শুরু করে দেন নেটিজেনরা। তাহলে কি এবার ডিভোর্সের পথে নিকিয়াঙ্কা? পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আসরে নামলেন প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া। রীতিমতো বিবৃতি জারি করে বললেন, নিক ও প্রিয়াঙ্কার বিবাহ বিচ্ছেদের যে খবর রটেছে তা এক্কেবারে ভুয়ো। এর মধ্যে কোনও সত্যতা নেই। ETimes প্রিয়াঙ্কা চোপড়ার ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক সেই বন্ধু জানান, ‘এই সব বেসলেস গুজবে একদম কান দেবেন না।’ তাঁর মতে, সোশ্যাল মিডিয়া ফলোয়ারদের একটু বেশি ভাবা অভ্যেস হয়ে গিয়েছে। কিছুদিন আগেই আবার ও নিক জোনাসের ডিভোর্সের ভবিষ্যৎবাণী করে ব্যাপক ট্রোলড হয়েছিলেন বলিউডের ব্যাড বয় KRK। কে আর কে জানান আগামী ১০ বছরের মধ্যেই ছাড়াছাড়ি হবে নিক-প্রিয়াঙ্কার। তাঁর এ হেন মন্তব্যের জেরে টুইটারে ব্যপক সমলোচিত কামাল আর খান। তাঁর আগামী ওয়েব সিরিজ Citadel-এর শ্যুটিং স্পেনে শেষ করে কিছুদিন আগেই আমেরিকায় ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। গতকালই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে Nick Jonas-এর হাতে হাত ধরে তাঁরই জ্যাকেট গায়ে পরা প্রিয়াঙ্কার ছবি। কেরিয়ারের দিক থেকেও দারুণ সময় যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার। Russo Brothers-এর সঙ্গে ওয়েব সিরিজ ছাড়াও Keanu Reeves-এর Matrix 4-এও দেখা যাবে তাঁকে। অন্যদিকে, Excel Entertainment-এর ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ভক্তদের সুখবর শোনালেন ফারহান আখতার। জানালেন, তৈরি হচ্ছে মেয়েদের রোড ট্রিপ নিয়ে ছবি Jee Le Zaraa। আর কাস্ট তো যাকে বলে স্বপ্ন পূরণ। এই ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করবেন Priyanka Chopra, Katrina Kaif এবং Alia Bhatt। ফারহান পোস্টে লিখেছিলেন, ‘দিল চাহতা হ্যায় ২০ বছর পূর্তিতেই এই সুখবর জানানোর বেস্ট দিন বলে মনে করলাম। প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কইফ, আলিয়া ভাটকে নিয়ে জি লে জারা-র শ্যুটিং শুরু করব ২০২২ সালে। ফের এক পথে নামার জন্য তৈরি।’ এই ছবির গল্প লিখেছেন Zoya Akhtar, Farhan Akhtar এবং Reema Kagti। সব ঠিক থাকলে ২০২৩ সালে মুক্তি পাবে মেগা স্টারার ছবি Jee Le Zaraa। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই খুশিতে ভাসলেন সিনেমা প্রেমীরা।’


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3CKuNr5
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads