হাওড়ায় তৃণমূল নেতা খুন, অভিযোগের তির BJP-র দিকে https://ift.tt/3HHCuSF - MAS News bengali

হাওড়ায় তৃণমূল নেতা খুন, অভিযোগের তির BJP-র দিকে https://ift.tt/3HHCuSF

এই সময় ডিজিটাল ডেস্ক: পুরভোটের দামামা বাজতে না বাজতেই ফের রাজ্যে রাজনৈতিক হিংসা শুরু। ক্যানিংয়ের পর এবার হাওড়াতে খুন হলেন তৃণমূল নেতা। সোমবার রাতের এই ঘটনার পর মঙ্গলবারেও এলাকায় চাঞ্চল্য রয়েছে। এখনও গোটা এলাকায় পুলিশ পিকেট রয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম (৪০)। হাওড়ার নাজিরগঞ্জের ৪৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওয়াজুল খান এলাকায় হাওড়া জেলা সদরের তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক ছিলেন। প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীরা তাঁকে মাথায় গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ। ঘটনায় রাতেই ২ জনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। যদিও খুনের কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় সক্রিয় তৃণমূল নেতা ওয়াজুল খান প্রতিদিন রাতে এলাকায় বসে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতেন। সোমবার রাতেও এলাকাবাসীর সঙ্গে কথা বলে সাড়ে ১০টা নাগাদ বাড়িতে ফিরছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী খুব কাছ থেকে তাঁর মাথায় কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওয়াজুল। গুলি চলার শব্দ শুনে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এরপর ওয়াজুল খানকে তড়িঘড়ি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তৃণমূল নেতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং ২ অভিযুক্তকে আটক করে। উত্তেজনা এড়াতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়। ওয়াজুল খানের খুনে জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ জন আটক করলেও আদতে কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে এটা BJP আশ্রিত দুষ্কৃতীদের কাজ অভিযোগ হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের। তিনি বলেন, ‘জেলার সংখ্যালঘু সেলের ভাইস প্রেসিডেন্ট ওয়াজুল খান ৪৫ নম্বর ওয়ার্ডের অত্যন্ত লড়াকু নেতৃত্ব, শক্তিশালী সংগঠক ছিলেন। সামনে পুর নির্বাচন। তাই তাঁকে সরিয়ে ওয়ার্ড দখল করতে এটা BJP-র চক্রান্ত। BJP আশ্রিত দুষ্কৃতীরাই ওয়াজুল খানকে গুলি করেছে।’ যদিও BJP-র তরফ থেকে সরাসরি অস্বীকার করা হয়েছে। তবে কল্যাণ ঘোষের সুরেই ওয়াজুল খানের ছোট ভাই মাসুদ আলম খানের দাবি, ‘রাজনৈতিক চক্রান্তের বলি আমার বড় দাদা।’ উল্লেখ্য, ওয়াজুল খানের ভাই গুড্ডু খানের স্ত্রী নাসরিন খাতুন হাওড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার ছিলেন। তবে গত বিধানসভা নির্বাচনের আগে গুড্ডু খান তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন। তাঁর বাড়ির সামনেই খুন হয়েছেন ওয়াজুল খান।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3xfVzX9
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads