৫০ কোটি ব্যয়,বেলিলিয়াস পার্কে নির্মাণের সময়ই হেলে গিয়েছে টাওয়ার! https://ift.tt/3xfW2IE - MAS News bengali

৫০ কোটি ব্যয়,বেলিলিয়াস পার্কে নির্মাণের সময়ই হেলে গিয়েছে টাওয়ার! https://ift.tt/3xfW2IE

এই সময় ডিজিটাল ডেস্ক: হাওড়ার বেলিলিয়াস পার্কে তৈরি হচ্ছে দেশের অন্যতম বিনোদন টাওয়ার। উচ্চতা তার প্রায় ১০০ মিটার। সেই টাওয়ারই নির্মাণ কাজের সময় বেঁকে গিয়েছে বলে অভিযোগ। এলাকা পরিদর্শন করতে সোমবার ওই পার্কে যান হাওড়া পুরসভার প্রতিনিধি দল। মধ্য হাওড়ার বেলিলিয়াস পার্কে একটি অত্যাধুনিক বিনোদন পার্ক তৈরি করা হবে বলে আগেই জানিয়েছিল পুরসভা। হাওড়া পুরসভার জমি লিজ নিয়ে বিনোদন পার্কটি তৈরি করছে একটি বেসরকারি সংস্থা। প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে এই পার্ক নির্মাণ করা হচ্ছে বলে আগেই জানা গিয়েছিল। এর ভিতরেই থাকবে দেশের অন্যতম উঁচু টাওয়ারটি। ১০০ মিটার উঁচু ওই টাওয়ারের সর্বোচ্চ তলে তৈরি করা হবে একটি রেস্তোরাঁ। তাও যেমন তেমন নয়। ওই রেস্তোরাঁটি ঘূর্ণায়মান হবে বলে জানা গিয়েছে। কিন্তু, বিপত্তি বেঁধেছে এরই মধ্যে। প্রায় মাস দেড়েক আগে নির্মীয়মাণ ওই টাওয়ারটির সামান্য অংশ হেলে গিয়েছে বলে দেখা যায়।এ খবর জানতে পেরে হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান-সহ অন্য প্রতিনিধিরা পার্কে যান। টাওয়ারটি পরিদর্শন করে ত্রুটির বিষয়ে খবরাখবর নেন। এ বিষয়ে আগেই ওই নির্মাণকারী সংস্থাকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানান পুর-প্রশাসক সুজয় চক্রবর্তী। পুর-প্রশাসক বলেন, ‘কর্তৃপক্ষকে সমস্ত রিপোর্ট পুরসভার কাছে জমা দিতে বলা হয়েছে। আজ আমাদের ইঞ্জিনিয়াররা বিষয়টি খতিয়ে দেখেছেন। নির্মাণকারী সংস্থার ইঞ্জিনিয়াররাও রিপোর্ট দেবেন। কিন্তু আমরা চাইছি নিরপেক্ষ কোনও সংস্থার তরফে স্থাপত্য বিশেষজ্ঞরা পুরো বিষয়টি পরীক্ষা করে রিপোর্ট তৈরি করে দিন। সেই হিসাবে আমরা পদক্ষেপ করতে চাইছি। কোনও রকম বিপদ যাতে না ঘটে সে জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ নির্মাণের মুহূর্তেই স্তম্ভ বেঁকে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার বাসিন্দাদের আশঙ্কা, এখনই এমন হলে পরে কী হবে? রেস্তোরাঁ চালু হয়ে যাওয়ার পর যদি কোনও বিপদ ঘটে যায় তার দায় নেবে কে? নির্মাণকারী সংস্থার কর্ণধার রামরতন চৌধুরী অবশ্য বলেন, ‘উদ্বেগের কোনো কারণ নেই। সামান্য অংশ (০.৮ ডিগ্রি) হেলে গিয়েছে বলে দেখা যাচ্ছে। টাওয়ারটি হেলে পড়ার বিষয়টি নজরে আসতেই শিবপুর IIEST-এর বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো হয়েছে ইতিমধ্যেই। তাঁদের পরামর্শ মতো টাওয়ারের নিচের অংশ আরো মজবুত করা হয়েছে। তার পর থেকে আর কোনও রকম সমস্যা হচ্ছে না। আগামী ছয় মাসের মধ্যেই পার্কটি চালু হয়ে যাবে।’


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3cCMuOH
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads