পাঞ্জাবে কমছে বিদ্যুতের খরচ, নির্বাচনী চমক বলে কটাক্ষ বিরোধীদের https://ift.tt/3CDcOn1 - MAS News bengali

পাঞ্জাবে কমছে বিদ্যুতের খরচ, নির্বাচনী চমক বলে কটাক্ষ বিরোধীদের https://ift.tt/3CDcOn1

এই সময় ডিজিটাল ডেস্ক: দীপাবলির আগেই পঞ্জাবে সস্তা হচ্ছে বিদ্যুৎ। দেশের মধ্যে সবচেয়ে কম দামে এ রাজ্যেই মিলবে বিদ্যুৎ, সোমবার সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। এ দিন তিনি ঘোষণা করেন, রাজ্যবাসীর জন্য প্রতি ইউনিটে তিন টাকা করে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। মুখ্যমন্ত্রীর দাবি, সরকার সস্তায় বিদ্যুৎ কিনতে পারছে বলেই এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। এতে উপকৃত হবেন প্রায় ৬৯ লাখ গ্রাহক। সরকারি বিবৃতিতে জানান হয়েছে, প্রথম ১০০ ইউনিট বিদ্যুতের জন্য আগে যেখানে ৪ টাকা ১৯ পয়সা প্রতি ইউনিট হারে দাম ধার্য হত, এখন সেখানে লাগবে মাত্র ১ টাকা ১৯ পয়সা। পরবর্তী ১০০-৩০০ ইউনিটের জন্য আগে লাগত ৭টাকা প্রতি ইউনিট হারে, এখন লাগবে ৪ টাকা এবং ৩০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হলে এখন দাম দিতে হবে ৫ টাকা ৭৬ পয়সা প্রতি ইউনিট হারে, যা আগে ছিল ৮ টাকা ৭৬ পয়সা। তবে এই দাম ধার্য হবে শুধু মাত্র ০-৭ কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহারের উপর। চরণজিৎ সিং চন্নি এ দিন বলেন, ‘আমরা আগে ৬-৭ টাকা প্রতি ইউনিট দরে বিদ্যুত ক্রয় করতাম। তার বদলে এখন আমরা খোলা বাজার থেকে বিদ্যুৎ কেনা শুরু করছি। আমরা দর দিয়েছিলাম ২ টাকা ৩৮ পয়সা। এখন কিনছি ২ টাকা ৬৫ পয়সা প্রতি ইউনিট দরে। ফলে গ্রাহকের উপর থেকে বোঝা কমছে।’ জানা গিয়েছে, পঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেড জিভিকে বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় করা বন্ধ করছে। সেই মর্মে নোটিসও জারি হয়েছে। তার বদলে সৌর বিদ্যুৎ-সহ অন্য উৎস থেকে বিদ্যুৎ ক্রয় করতে শুরু করেছে। তার ফলেই কমছে ব্যয় ভার। মুখ্যমন্ত্রী এ দিন জানান, এ জন্য প্রতিবছর প্রায় ৩৩১৬ কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে। এ ছাড়া, কৃষি ক্ষেত্রের ভর্তুকি তো রয়েছেই। প্রায় ২১ লক্ষ গৃহস্থ ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাচ্ছেন। এসসি, এসটি, ওবিসি এবং বিপিএল পরিবারগুলির জন্য এক কিলোওয়াট বিদ্যুৎ বিনামূল্যে যেমন দেওয়া হচ্ছিল তেমনই হবে। বিরোধীরা অবশ্য একে নির্বাচনী চমক ছাড়া আর কিছুই বলতে রাজি নয়। শিরোমণি অকালি দলও ঘোষণা করেছে, তারা ক্ষমতায় এলে রাজ্যবাসীকে ৪০০ ইউনিট বিদ্যুৎ দেবে বিনামূল্যে। আম আদমি পার্টি অবশ্য ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3CFIvMz
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads