কোহলির ১০ মাসের শিশুকন্যাকে ধর্ষণের হুমকি!‌ তীব্র সমালোচনা ইনজামামের https://ift.tt/3w5HryZ - MAS News bengali

কোহলির ১০ মাসের শিশুকন্যাকে ধর্ষণের হুমকি!‌ তীব্র সমালোচনা ইনজামামের https://ift.tt/3w5HryZ

এই সময় ডিজিটাল ডেস্ক: সতীর্থ মহম্মদ সামির পাশে দাঁড়ানোর জন্য বিরাট কোহলির ১০ মাসের শিশু কন্যা ভামিকাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক। মহম্মদ সামির পাশে দাঁড়াননোর জন্য সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলিকে যেমন ট্রোল করা হয়েছে, তেমনই কোহলি এবং অনুষ্কা শর্মার দশ মাসের শিশু কন্যা ভামিকাকে ধর্ষণের হুমকি দিয়েছে এক নেটিজেন। ভারতীয় দলের অধিনায়ক বরাবরই অত্যন্ত সাহসী মন্তব্য করে থাকেন। যা ভুল মনে করেন, তার বিরুদ্ধে তিনি অবস্থান নেন। চলতি টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর ধর্মের কারণে মহম্মদ সামিকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয়েছিল। বলা হয়েছিল মহম্মদ সামি নাকি পাকিস্তানের বিরুদ্ধে সেরাটা দেননি। সামির সমালোচকদের তীব্র ভাষায় আক্রমণ করে কোহলি বলেছিলেন, ‘‌কাউকে এভাবে আক্রমণ করা অনুচিত। নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে প্রত্যেকেরই তাঁদের মতামত জানানোর অধিকার আছে।...আমরা মাঠে নেমে ব্যক্তিগতভাবে কী করি, কতটা পরিশ্রম করি, কেউ জানে না। যাঁরা মাঠের বাইরে বসে সামিকে আক্রমণ করেছে, তারা মেরুদণ্ডহীন। সামনে এসে কথা বলার সাহস নেই।’‌ ‌নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হারের পরে কোহলির ১০ মাসের শিশু কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই নিকৃষ্ট আক্রমণের প্রতিবাদে গর্জে উঠেছেন অনেকেই। এবার পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তীব্র ভাষায় নিন্দা করে সকলকে এই আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। নিজের ইউ টিউব চ্যানেলে ইনজামাম বলেছেন, ‘শুনেছি বিরাট কোহলির মেয়েকে হুমকি দেওয়া হচ্ছে। সকলকে বুঝতে হবে এটা শুধু একটি খেলা। আমরা হয়তো বিভিন্ন দেশের হয়ে খেলছি। কিন্তু, আমরা একই সম্প্রদায়ের একটি অংশ। কোহলির ব্যাটিং বা তার অধিনায়কত্বের সমালোচনা করার অধিকার আপনার আছে। কিন্তু একজন ক্রিকেটারের পরিবারকে টার্গেট করার অধিকার কারও নেই। কিছুদিন আগে মহম্মদ সামির সঙ্গে এমনই ঘটনা ঘটেছিল। জয়–পরাজয় খেলার একটি অঙ্গ। কোহলির পরিবারকে আক্রমণ করতে দেখে আমি গভীরভাবে আহত হয়েছি।’‌ টুইটারে এই ঘটনা নিয়ে সমালোচনার ঝড় বইছে। উল্লেখ্য, ভারত পাকিস্তানের ম্যাচে ভারতের পরাজয়ের পর ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল সামিকে। সেই সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন একাধিক ক্রিকেট তারকা। একটি ম্যাচের ফলাফলের জন্য কাউকে ব্যক্তিগত আক্রমণ করা অনুচিত বলে জানিয়েছিলেন তাঁরা।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3bzr8kJ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads