স্কুলের পাঠ্যক্রমে জলবায়ু বদল সংক্রান্ত নীতির অন্তর্ভুক্তি হোক: মোদী https://ift.tt/3BysRRN - MAS News bengali

স্কুলের পাঠ্যক্রমে জলবায়ু বদল সংক্রান্ত নীতির অন্তর্ভুক্তি হোক: মোদী https://ift.tt/3BysRRN

এই সময় ডিজিটাল ডেস্ক: ইতালির G20 শীর্ষক সম্মেলন থেকে গ্লাসগোয় যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি যোগদান করেন COP26 জলবায়ু শীর্ষক সম্মেলনে। সেখানে তিনি জলবায়ু পরিবর্তন নিয়ে আগামী কয়েক বছরে ভারত কী দৃষ্টিভঙ্গি নিয়ে চলবে তা উপস্থাপন করেন। এদিন নিজের বক্তব্য 'উজ্জ্বলা যোজনা', 'নল সে জল', 'ক্লিন ইন্ডিয়া মিশন' প্রকল্পগুলির কথা উল্লেখ করেন মোদী। প্রধানমন্ত্রী এদিন বলেন, 'এই প্রকল্পগুলি শুধু পরিবেশ বান্ধব তাই নয়, সাধারণ মানুষের জীবনযাত্রা উন্নত করতেও এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।' COP26 শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় আরও বলেন, 'জলবায়ু পরিবর্তন সম্পর্কিত যে নীতিগুলি নেওয়া হয়েছে সেগুলি সিলেবাসের অন্তর্ভুক্ত করা উচিত। যাতে পরবর্তী প্রজন্ম এই বিষয়গুলি সম্পর্কে সচেতন থাকতে পারে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'ভারতের কৃষিকাজের দিক থেকে ভারতের জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ। ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ এক বিলিয়ন টন কমাবে ভারত।’ মোদী জানান, ভারতের মতো অনেক উন্নয়নশীল দেশে কৃষিকাজের জন্য জলবায়ু একটি চ্যালেঞ্জ। এই জন্য উন্নয়নশীল দেশগুলিকে সাহায্য করার জন্য উন্নত দেশগুলিকে এগিয়ে আসার কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি, এদিন প্রধানমন্ত্রী বলেন, 'জলবায়ু পরিবর্তন নিয়ে যখন আলোচনা হয়েছে তখন যে বিষয়টি গুরুত্ব পেয়েছে তা হল কি কি বিষয় সাধারণ মানুষকে বন্ধ করতে হবে। কিন্তু, কোন কোন বিষয়গুলি সঙ্গে সাধারণ মানুষকে খাপ খায়িয়ে নিতে হবে সেই বিষয় নিয়ে বিশেষ আলোচনা হয়নি। এই দিকটিও সমানভাবে আলোচনা হওয়া প্রয়োজন। এদিকে সম্মেলনের দিন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিশ জনসনের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। এদিন জলবায়ু পরিবর্তন নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানাচ্ছেন, জলবায়ু পরিবর্তন নিয়ে যে প্রতিশ্রুতি তারা দিয়েছে সেগুলি পূরণ করা হবে।এদিন বাইডেন বলেন, 'আমরা জলবায়ু পরিবর্তনের কথা ভেবে উন্নয়নশীল দেশগুলিকে আরও বেশি করে সাহায্য করতে চাই।' অন্যদিকে, সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। জানা গিয়েছে, এদিন সম্মেলনের ফাঁকে বরিস জনসনের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে কোন বিষয়ে এই দুই রাষ্ট্রনেতার আলোচনা হয়েছে তা জানা যায়নি। দুনিয়ার আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3nMyK96
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads