গুরুতর অসুস্থ মিলখা সিং, ভর্তি হাসপাতালে https://ift.tt/3ifWl0U - MAS News bengali

গুরুতর অসুস্থ মিলখা সিং, ভর্তি হাসপাতালে https://ift.tt/3ifWl0U

এই সময় ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ দৌড়বিদ মিলখা সিং। বৃহস্পতিবার তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সূত্রের খবর, তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। মোহালির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু তাঁর পরিবারের অনুরোধে রবিবার তাঁকে ছে়ড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরে কমে গিয়েছে অক্সিজেনের মাত্রা, জানা গিয়েছে এমনটাই। প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়েছিলেন মিলখা সিং। তিনি জানিয়েছিলেন, কয়েকজন সহায়কের কোভিড রিপোর্ট পজিটিভ আসায় গোটা পরিবার কোভিড টেস্ট করায় এবং বুধবার শুধুমাত্র আমার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তিনি আরও বলেন, ' আমি ঠিক আছি। আমার জ্বর বা কফ, সর্দি নেই। আমার চিকিৎসক জানিয়েছেন আমি তিন থেকে চার দিনের মধ্যে সুস্থ হয়ে উঠব। আমি গতকাল জগিংও করেছিলাম। আমার মনের জোর অটুট।' প্রসঙ্গত, পাঁচবার এশিয়ান গেমসে গোল্ড মেডেল পেয়েছেন এই কিংবদন্তী দৌড়বিদ। তিনি ' ফ্লাইং শিখ' হিসেবেও পরিচিত।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3g5XkOj
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads