Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/34Jsy8H
কাতারের কাছে হারলেও ভারতের লড়াইকে কুর্নিশ সমর্থকদের https://ift.tt/3ih7770

এইসময় ডিজিটাল ডেস্ক : ২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে আজ কাতারের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। এই ম্যাচে ভারত ০-১ গোলে হেরে যায়। কিন্তু, ফিফা ক্রমতালিকায় কাতার যেখানে ৫৮ নম্বরে রয়েছে, ভারত সেখানে রয়েছে ১০৫ নম্বরে। আর সেইজায়গায় দাঁড়িয়ে ভারতের এই লড়াইকে কুর্নিশ জানালেন দেশের ফুটবল সমর্থকেরা। তবে বিশেষ কুর্নিশ ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে। যেভাবে তিনি বেশ কয়েকটা কাতারের নিশ্চিত গোল বাঁচালেন, সেই জায়গায় দাঁড়িয়ে গুরপ্রীতের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়লেও, তারা যেভাবে লড়াইটা করল, তার কুর্নিশ করতেই হবে। ১৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান রাহুল ভেকে। তারপর থেকে সুনীল ব্রিগেডের প্রতি আক্রমণে অতটা ঝাঁঝ হয়ত দেখতে পাওয়া যায়নি। কিন্তু, দলের রক্ষণের প্রশংসা না করলেন, সেটা খুব বাজে হবে। ম্যাচের ৩৩ মিনিটে এক গোলে এগিয়ে যায় কাতার। প্রীতমের থেকে প্রতিহত হয়ে আসা বলে পা ঠেকিয়েই অসাধারণ একটা গোল করলেন আবদেল আজিজ। ভারতীয় ডিফেন্ডারদের কিছুটা ভুল বোঝাবুঝির কারণেই যে এই গোল হয়েছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। তবে বড় কথা হল, ম্যাচের প্রথমার্ধে কাতারের মতো একটা এশিয়ার সর্বশক্তিমান দলের বিরুদ্ধে তারা আর গোলের ব্যবধান বাড়াতে দেয়নি। যে দলটা ইতিপূর্বে লাক্সেমবার্গ এবং আজারবাইজানের মতো দলকে হারিয়েছে এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছে, তাদের বিরুদ্ধে আজ ভারত যে ধারেভারে কিছুটা হলেও পিছিয়ে থাকবে, সেটা সকলেই জানতেন। শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুনীল ছেত্রীর পরিবর্তে উদান্তা সিংকে মাঠে নামানো হয়। অসুস্থতার কারণে কাতারের বিরুদ্ধে টুর্নামন্টের প্রথম অর্ধের ম্যাচ খেলতে পারেননি সুনীল। আজ প্রথমার্ধে খেললেও সেইভাবে প্রভাব বিস্তার করতে পারেননি। আর সেকারণেই ইগর স্টিম্যাক তাঁকে তুলে নেন। তবে কাতারের স্ট্রাইকার আবদুল করিম হাসান কিন্তু ভারতের রক্ষণে বারংবার আক্রমণ শানাতে থাকেন। তিন নম্বর জার্সিধারী কাতারের এই ফুটবলার অনেকবারই বিপদের সম্ভাবনা তৈরি করেছেন। ৫১ মিনিটে দুরন্ত একটা সেভ করলেন ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। জোরাল একটা শট নিয়েছিলেন আজিজ। কিন্তু, গুরপ্রীতের তালুতে সেই বল প্রতিহত হয়। অসাধারণ গুরপ্রীত! দেশে মনে হচ্ছে, কাতার ফুটবল দল বনাম ভারতের এই গোলরক্ষের খেলা চলছে। ৬৬ মিনিটে আবারও গুরপ্রীত ম্যাজিক। প্রথম আল হায়দসের একটা লো শট বাঁচানোর ১ মিনিটের মধ্যেই ফের আক্রমণ শানান আবদেলকরিম। গুরপ্রীত আজ সত্যিই মুগ্ধ করছেন। ম্যাচে আর কোনও দলই গোলপার্থক্য কমাতে কিংবা বাড়াতে পারেনি। ভারত হয়ত আজকের ম্যাচটা হেরে গেল, কিন্তু দেশের প্রত্যেকটা সমর্থকদের হৃদয় তারা জয় করে নিয়েছে। মাঝমাঠে বোঝাপড়া যথেষ্ট ভালো ছিল। এই পারফরম্যান্স যদি ভারত ধরে রাখতে পারে, তাহলে আগামীদিনে আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারত জিততেই পারে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/34Jsy8H
Previous article
Next article
Leave Comments
Post a Comment