Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fNOdTv
Family Man 2 Released: একদিন আগেই মুক্তি পেল ‘ফ্যামিলি ম্যান ২’ https://ift.tt/3vSCnx5

এই সময় ডিজিটাল ডেস্ক: বহু প্রতীক্ষিত, বহু বিতর্কিতও বটে। একদিন আগেই অ্যামাজন প্রাইম-এ হাজির মনোজ বাজপেয়ী-সামান্থার Family Man 2। কথা ছিল শুক্রবার ৪ জুন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই জনপ্রিয় ক্রাইম থ্রিলার সিরিজ। কিন্তু নির্ধারিত দিনের একদিন আগেই পর্দায় হাজির ফ্যামিলি ম্যান ২। বিতর্কের বাধা পেরিয়ে মুক্তি ফ্যামিলি ম্যান ২-এর। দর্শকদের উৎসাহে প্রায় ৪ ঘণ্টা আগেই দেখা যাচ্ছে এই জনপ্রিয় সিরিজ। ফ্যামিলি ম্যানের নয়া সিজনের মুক্তি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় মিম-এর বন্যা। তামিল ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে এই সিরিজের বিরুদ্ধে। রাজ্যসভার সাংসদ ভায়কো তথ্য ও সম্প্রচার মন্ত্রককে চিঠিতে জানান, 'তামিল সম্প্রদায়ের মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এই সিরিজ। ট্রেলারেই পরিষ্কার এই সিরিজে তামিলিয়ান জঙ্গি ও আইএসআই-এর এজেন্ট হিসেবে দেখানো হয়েছে। Tamil Eelam warriors-দের সঙ্গে আইএসআই এজেন্টদের পাকিস্তানের সঙ্গে যোগাযোগ আছে বলেও দেখানো হয়েছে।' এতেই তামিল মানুষদের ভাবাবেগ আহত বলে দাবি করেন ভাইকোর। জল গড়ায় বহু দূর। সেসব বাধা সরিয়ে মুক্তির আলো দেখল জনপ্রিয় এই ক্রাইম থ্রিলারের দ্বিতীয় সিজন। The Family Man Season 2-এ মনোজ বাজপেয়ীর (Manoj Bajpayee) সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দক্ষিণী সুপারস্টার সামান্থা আক্কিনেনি। এটিই অভিনেত্রীর ওয়েব ডেবিউ। তবে মনোজের স্ত্রীর ভূমিকায় অবশ্যই থাকছেন দক্ষিণী তারকা প্রিয়মণি। এছাড়াও দেখা যাবে অভিনেতা শরদ কেলকর, শরিব হাশমি, গুল পনাগ এবং দ্য ফ্যামিলি ম্যানের সিজন ওয়ান জুড়ে ছিল টান টান উত্তেজনা। সন্ত্রাসবাদী মুসাকে ধরার জন্য আদ্যোপান্ত ভদ্রলোক অথচ ধুরন্ধর গোয়েন্দা শ্রীকান্ত তিওয়াড়ি ওরফে মনোজ বাজপেয়ীর অভিনয় বরাবরের মতো মুগ্ধ করেছিল দর্শককে। মুসা রহমান ওরফে দক্ষিণী তারকা নীরজ মাধবের অভিনয়ও প্রশংসা পেয়েছিল। যদিও দ্বিতীয় সিজনে তাঁকে প্রধান খলনায়কের চরিত্রে দেখা যাবে না। সেই জায়গাতেই আসছেন সামান্থা আক্কিনেনি। এবার মহিলা সন্ত্রাসবাদীর সঙ্গে মোকাবিলা করতে হবে সিনিয়র এজেন্ট শ্রীকান্ত তিওয়ারিকে। দ্বিতীয় সিজনে দেখা যাবে সদ্য প্রয়াত অভিনেতা আসিফ বাসরাকেও।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fNOdTv
Previous article
Next article
Leave Comments
Post a Comment