নিজামের শহরে উমার আরাধনা, এবারের থিম ‘মহামায়ার দশ মহাবিদ্যা’ https://ift.tt/axhjMiI - MAS News bengali

নিজামের শহরে উমার আরাধনা, এবারের থিম ‘মহামায়ার দশ মহাবিদ্যা’ https://ift.tt/axhjMiI

এই সময়: সেটা ছিল ১৯৭৪। তখন নিজামের শহর হায়দরাবাদে বাঙালির সংখ্যা হাতে গোনা। তবুও সেই হাতো গোনা বাঙালিরাই এক জোট হয়ে জাগিয়ে তুললেন নিজেদের নস্ট্যালজিয়া। আর বাঙালির নস্ট্যালজিয়া জাগলেই পুজো হয়— সে স্বভূম হোক বিভূঁই। হায়দরাবাদেও এক দল বাঙালি শুরু করলেন দুর্গাপুজো। কালে কালে সেদিনের সেই চারাগাছ আজ শহরের মহীরুহ পুজোয় পরিণত। বর্তমানে শহরের অভিজাত এলাকা বানজারা হিলস-এ চারদিন ধরে চলে পুজো। প্রতিদিন পাত পেড়ে ভোগ পান হাজার হাজার মানুষ। সেদিনের চার জনের সংগঠন আজ বাঙালি কালচারাল অ্যাসোসিয়েশন। হায়দরাবাদে বর্তমানে বাঙালির সংখ্যা ১০ লক্ষ। তেলুগুর পরেই এখন দ্বিতীয় স্থানে বাংলা ভাষা। শহরে অ্যাসোসিয়েশনের পুজো এখন ধারেভারে সেখানকার অন্যতম বড় উৎসবের দাবিদার। পুজো হয় পাঁচ দিনই, সব আচার মেনেই। পুজো যে মিলনের উৎসব তা এই পুজোয় এলেই বোঝা যাবে। আয়োজকদের অন্যতম সঞ্জয় বসু জানালেন, তাঁদের এবারের পুজোর থিম ‘মহামায়ার দশ মহাবিদ্যা’। মহাবিদ্যা হল দেবী-শক্তির ১০টি দিক। এই শক্তি, আধ্যাত্মিক বিকাশ এবং আত্ম-উপলব্ধিকে প্রতিফলিত করে। এই ভাবনা ও সৃষ্টির আয়োজন করেছেন সুজাতা পাণ। বর্তমানে সংগঠনটি সম্পূর্ণ ভাবে মহিলাদের দ্বারা পরিচালিত। সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন শামিলি ব্যানার্জি ও বর্নালী বসু। পুজা-অঞ্জলির দায়িত্বে রয়েছেন শিবানী মাইতি। বাঙালি কালচারাল অ্যাসোসিয়েশনের এই পুজোয় আরও একটি বিশেষ দিক হলো জাতি-ধর্ম নির্বিশেষে এলাকার দরিদ্র পরিবারগুলিকে সাহায্য করা হয়। এই পুজোর ভোগও এখানে খুবই প্রসিদ্ধ। একটি বেসরকারি হোটেলের শেফ সুব্রত মল্লিক এবং একটি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের কর্মী সৌরভ বন্দোপাধ্যায় থাকছেন ভোগের ব্যবস্থা দেখাশোনা করার।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/fgT6Lz2
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads