Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/NGKWlkb
তেলাপিয়া মারতে মরিয়া রাষ্ট্র! দিচ্ছে দেদার অর্থও https://ift.tt/KCW5HJq

এই সময়: মাছ-প্রিয় বাঙালির পাতে তেলাপিয়া বরাবরই হিট। দামে মোটামুটি আয়ত্তের মধ্যে। আবার সুস্বাদুও! কিন্তু এই তেলাপিয়া-ই নাকি সম্প্রতি থাইল্যান্ডে ‘সবচেয়ে আক্রমণাত্মক প্রজাতি’ হিসাবে পুরোদস্তুর ভিলেন হয়ে উঠেছে। সরকারি ভাবেই বলা হয়েছে— যে যত পারেন তেলাপিয়া ধরে খান। কেউ কিছু বলবে না। উল্টে যেন ‘খুনের সুপারি’ দেওয়ার বার্তা দিয়েছে থাইল্যান্ড। বাজারে কেজি-প্রতি তেলাপিয়ার যা দাম, তার দ্বিগুণ দেবে সরকার। শর্ত একটাই— যত বেশি সম্ভব তেলাপিয়া ধরে নিকেশ করতে হবে।কারণটা কী? সরকারি ভাবে বলা হয়েছে, ব্ল্যাকচিন নামের এই বিশেষ তেলাপিয়া ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়েছে দেশের অন্তত ১৭টি প্রদেশে। এই মাছ অন্য সব ছোট মাছ, লার্ভা, কুচো চিংড়ি ও শামুক ইত্যাদি খেয়ে ফেলছে। মানে, তেলাপিয়ার জ্বালায় বাণিজ্যিক ভাবে আর কোনও মাছই চাষ করা যাচ্ছে না। এমনকী, যে রঙিন মাছ চাষের উপর থাইল্যান্ডের রপ্তানির একটা বড় অংশ নির্ভরশীল, তা-ও ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মাছ মেরে শেষ করার পাশাপাশি প্রজননগত ভাবে কী ভাবে তেলাপিয়া-নিধন করা যায়, তা-ও ভাবা হচ্ছে।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/NGKWlkb
Leave Comments
Post a Comment