সীমান্ত ৪ এলাকা থেকে সরেছে সেনা, দাবি চিনের https://ift.tt/B94kIUA - MAS News bengali

সীমান্ত ৪ এলাকা থেকে সরেছে সেনা, দাবি চিনের https://ift.tt/B94kIUA

এই সময়: দিন দুই আগেই ভারতের বিদেশমন্ত্রী জানিয়েছিলেন, ইন্দো-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখার ফরোয়ার্ড পজিশন থেকে সেনা সরিয়ে নেওয়া(ডিসএনগেজ়মেন্ট)-এর কাজ প্রায় ৭৫ শতাংশ সারা হয়ে গিয়েছে, বাকি সমস্যাগুলো নিয়ে আলোচনা চলছে। এই মন্তব্য নিয়ে জল্পনার মধ্যেই চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং শুক্রবার জানিয়ে দিলেন, গলওয়ান উপত্যকা-সহ পূর্ব লাদাখের অন্তত চারটি জায়গা থেকে চিন এবং ভারত, দু’পক্ষই সেনা সরিয়ে নিয়েছে। অর্থাৎ, চিনা মুখপাত্রের কথাতেও স্পষ্ট, ২০২০ সালের গলওয়ান সংঘর্ষের পর গত চার বছরের আলোচনায় ইতিবাচক ফল-ই মিলেছে। গত ১২ সেপ্টেম্বর সেন্ট পিটার্সবার্গে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াইয়ের সঙ্গে বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেই বৈঠক প্রসঙ্গে মাও নিং-এর বক্তব্য, ‘দু’পক্ষের আলোচনায় সীমান্ত সমস্যা সমাধানের অনেকটাই অগ্রগতি হয়েছে। দু’পক্ষের আলোচনায় পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস অনেকটাই বেড়েছে। দ্বিপাক্ষিক আলোচনা উন্নত করার মতো শর্তও স্থির হয়েছে, সেই মতোই এগোচ্ছে আলোচনা।’২০২০ সালে গলওয়ানে দু’দেশের সেনার সংঘর্ষ এবং স্ট্যান্ড-অফের পর থেকে দু’দেশের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে। কূটনৈতিক ও সামরিক পর্যায়ে একাধিক বৈঠক হলেও চিন সেনা সরানোর ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে না বলে আগে একাধিকবার অভিযোগ তুলেছিল ভারত। তবে এই চার বছরে দু’দেশের সম্পর্কে কতটা অগ্রগতি হয়েছে, জানতে চাওয়া হলে চিনা মুখপাত্রের বক্তব্য, ‘সাম্প্রতিক সময়ে দু’দেশের ফ্রন্টলাইন সেনা-ই বুঝেছেন ইন্দো-চিন সীমান্তের চারটি এলাকায় থেকে সেনা প্রত্যাহার করা প্রয়োজন। সেই মতোই কাজ হয়েছে। চিন-ভারত সীমান্তের পরিস্থিতি এখন স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে রয়েছে।’দিন দু’য়েক আগে এক অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করও দাবি করেছিলেন, ২০২০ সালের গলওয়ান সংঘর্ষ দু’দেশের সম্পর্ককে খুব খারাপ ভাবে প্রভাবিত করেছিল। কিন্তু দর কষাকষি চলছে, আর তাতে অগ্রগতিও হয়েছে। ৭৫ শতাংশ সমস্যারই সমাধান হয়ে গিয়েছে। এর পরই রাশিয়ায় অজিত দোভালের সঙ্গে চিনা বিদেশমন্ত্রীর বৈঠক এবং তাতেও ইতিবাচক সুর।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/hUWAKVC
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads