বারমুখো বর? আটকাতে ‘সিডিউস ট্রেনিং’ চিনে! https://ift.tt/UkGTdgY - MAS News bengali

বারমুখো বর? আটকাতে ‘সিডিউস ট্রেনিং’ চিনে! https://ift.tt/UkGTdgY

এই সময়: বর কেন বারমুখো হবে! সংসার থাকবে মেয়েদের কন্ট্রোলে— এমনই দাবি আর ‘দাম্পত্যে হারানো প্যাশন’ ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে শুধু মেয়েদের জন্য চিনে যে একটা ‘সেক্স অ্যাপিল ট্রেনিং ক্যাম্প’-এর আয়োজন করা হয়েছিল, তা জানা গেল ঠিক দু’মাস পরে। শুধু চিনে নয়, সাউথ চায়না মর্নিং পোস্টের খবর সাইটে প্রকাশ হওয়া মাত্রই ট্রেন্ডিং বিশ্বের একটা বড় অংশে। আলোচনা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। অভিনব এই সেক্স ক্যাম্প-কে অনেকে বাহবা দিয়েছেন। অন্য অংশ আবার রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে বলছেন, ‘এর চেয়ে অনৈতিক ব্যবসা আর হতেই পারে না। এমন ক্যাম্পের আয়োজন করা মানে মেয়েদের আরও দুর্বল এবং আরও বেশি করে পণ্য করে তোলা।’খবরে প্রকাশ, গত জুলাইয়ে দু’দিনের জন্য এই সেক্স অ্যাপিল ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছিল ঝেজিয়াং প্রদেশের হাংঝাও শহরে। আয়োজক সংস্থার নাম— সেক্স অ্যাপিল অ্যাকাডেমি। সূত্রের খবর, ট্রেনিং নিতে এসেছিলেন মূলত ৩৫ থেকে ৫৫ বছর বয়সি মহিলারা। প্রত্যেক জনের কাছ থেকে ২,৯৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় ৩৫ হাজার টাকা) করে ফি-ও নেওয়া হয়েছিল। চিনা সংস্কৃতিতে যৌনতা ব্যাপারটা বরাবরই ‘প্রাইভেট’। সেই কারণেও এই ‘সেক্স ক্যাম্প’ নিয়ে বিতর্ক শুরু হয়েছে।কী কী শেখানো হয়েছিল ওই ক্যাম্পে? সাউথ চায়না মর্নিং পোস্টের দাবি, প্রথম দিন ছিল ‘এসেন্স অফ লাভ’ সেশন। কী ভাবে চূড়ান্ত অর্গাজ়ম পাওয়া সম্ভব, মূলত তা নিয়েই লেকচার দিয়েছিলেন বিশেষজ্ঞরা। ফিটিং ড্রেসের সঙ্গে কালো স্টকিং পরে আসতে বলা হয়েছিল সব মেয়েদেরই। অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই ছিলেন, যাঁদের অভিযোগ— স্বামী নিয়মিত ঠকাচ্ছে তাঁদের। কেউ কেউ ছিলেন নতুন সম্পর্কে জড়াতে ইচ্ছুক সিঙ্গল মাদার। আবার, ছেলের ক্লাসমেটের প্রেমে পড়েছেন বছর চুয়ান্নর এক প্রৌঢ়াও এসেছিলেন সেক্স অ্যাপিল ট্রেনিং ক্যাম্পে।ক্যাম্পের দ্বিতীয় দিন ছিল মূলত কিসিং, সেক্সুয়াল ডান্স, স্ট্রিপ টিজ়-এর মতো সিডিউস ট্রেনিং। ছিল রোল-প্লে সেশনও। বিষয়টি সামনে আসায় একাংশে বিতর্ক তৈরি হলেও, ক্যাম্পে অংশগ্রহণকারীরা কিন্তু পুরোপুরি সন্তুষ্ট। তাঁদের কথায়, ‘যে যাই বলুক না কেন, মাঝবয়সে পৌঁছে এই কোর্স করে আমরা যে কনফিডেন্স পেয়েছি, তা কোনও মতেই ফেলনা নয়।’


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/hz4LtdA
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads