শেষ বেলায় বাজিমাত, কুস্তিতে ব্রোঞ্জ আমন শেরাওয়াতের https://ift.tt/zJ48pET - MAS News bengali

শেষ বেলায় বাজিমাত, কুস্তিতে ব্রোঞ্জ আমন শেরাওয়াতের https://ift.tt/zJ48pET

এবার প্যারিস অলিম্পিক্সে ভারতের কুস্তি টিমের সঙ্গে একের পর এক খারাপ ঘটনা ঘটে গিয়েছে। বিনেশ ফোগতের বাদ পড়া, অন্তিম পাঙ্ঘালকে নিয়ে বিতর্ক, চোটের জন্য নিশা দাহিয়ার বাদ পড়ার পর অবশেষে স্বস্তির খবর। কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন আমন শেরাওয়াত। তাঁর ব্রোঞ্জটা যেন গুমোট পরিবেশের পর স্বস্তির বৃষ্টি। ৮ অগস্ট দিনটা বাদ দিলে, তার আগে পর্যন্ত ভারতের অলিম্পিক্স অভিযান খারাপ হয়েছে। এবার সবথেকে বেশি পদকের আশা করা হয়েছিল তিরন্দাজিতে। আর সেখানেই ব্যর্থ হয়েছে ভারত। প্রতিটা অলিম্পিক্সে কার্যত নিশ্চিত পদক আসা কুস্তিতেও যেন চলছিল খরা। অবশেষে সেটা কাটালেন আমন। ছেলেদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে খেলতে নামেন আমন। ২১ বছর বয়সি এই কুস্তিগির এশিয়ান চ্যাম্পিয়ন। তিনি পুয়ের্তো রিকোর ডারিয়ান ক্রুজ়কে ১৩-৫ এ পরাস্ত করে ব্রোঞ্জ জিতলেন। তিনি হলেন অষ্টম ভারতীয় কুস্তিগির যিনি অলিম্পিক্সে পদক জিতলেন। এবং পঞ্চম ভারতীয় কুস্তিগির হিসেবে তিনি ব্রোঞ্জ জিতলেন অলিম্পিক্স মঞ্চে। চলতি অলিম্পিক্সে তাঁর হাত দিয়ে এল ষষ্ঠ পদক। মানু ভাকের, সর্বজিৎ সিং, স্বপ্নিল কুশালে, ভারতের হকি দল, নীরজ চোপড়ার পর তিনি পদকজয়ীদের তালিকায় নাম লেখালেন। এই তালিকাটা আরও বাড়তে পারে। এখানে বিনেশ ফোগতের নাম যোগ হতে পারে যদি আন্তর্জাতিক ক্রীড়া আদালত বিনেশের দাবি মানে।আমন অবশ্য পদকের ম্যাচটা খারাপ শুরু করেন। শুরুতেই তিনি পয়েন্ট হারান। প্রথমে ২ পয়েন্ট হারানোর পর আমন বাউন্স ব্যাক করেন এবং ২ পয়েন্ট তুলে নেন। এরপর এগিয়ে গিয়ে আক্রমণাত্মক মেজাজ নেন। পুয়ের্তো রিকোর কুস্তিগির আমনের ক্রমাগত চাপে মাথা তুলতে পারেননি। একটা সময় ম্যাচটা আমনের জন্য সহজ হচ্ছিল। কিন্তু তিনি তাতেও হাল ছাড়েননি। যেমন ডিফেন্স করেন, তেমনই তিনি ফোকাস ধরে রাখেন। লিজ়ার্ড ডিফেন্স দিয়ে তিনি বাকি ম্যাচটা নিজের হাতে পুরে নেন। তাঁর ডিফেন্সে ম্যাচের গতি কমলেই তিনি গতি বাড়িয়ে পয়েন্ট তুলে নিয়েছেন। পুরো ম্যাচটাই আমন বুদ্ধি দিয়ে খেলেছেন। তাই পুয়ের্তো রিকোর কুস্তিগির একাধিকবার আমনকে আক্রমণ করতে গেলেও শেষে গিয়ে ব্যর্থ হন। প্রথম রাউন্ডে বিপক্ষে কিছুটা লড়াই দিতে পারলেও দ্বিতীয় রাউন্ডটা পুরোপুরি আমনের হাতে ছিল। ফলও হয় তাঁর পক্ষে, এবং তিনি ব্রোঞ্জ জিতে নেন।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/uASbNOK

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads