সূর্যর হাফসেঞ্চুরির পর বুমরাহর স্পেল, সুপার এইটে আফগানদের ওড়াল ভারতের https://ift.tt/WPpSw7g - MAS News bengali

সূর্যর হাফসেঞ্চুরির পর বুমরাহর স্পেল, সুপার এইটে আফগানদের ওড়াল ভারতের https://ift.tt/WPpSw7g

গ্রুপস্তরে ভারত ও আফগানিস্তান দুই দলই শীর্ষে থেকে শেষ করে সুপার এইট খেলতে নামে। আর দুই টপারের সুপার এইটের লড়াইয়ে শেষ হাসি হাসল ভারত। বল হাতে আফগানিস্তান ভারতকে চাপে রাখলেও ভারত বল হাতে তাদের তার থেকে তিনগুণ বেশি চাপে রেখে ম্যাচ নিয়ে বেরিয়ে গেল। সূর্যকুমার যাদবের হাফসেঞ্চুরির পাল্টা বুমরাহর তিন উইকেট। এরফলে ৪৭ রানে জিতে নেট রান রেটে অনেকটা এগিয়ে গেল দল।এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। টস জেতার পর তিনি জানান, পিচটা তাঁর কাছে অচেনা, পিচ কীরকম আচরণ করে সেটা তিনি দেখতে চান। যদিও শুরু থেকে টু পেসড উইকেটে খুব একটা বেশি সুবিধা করতে পারেননি ভারতের ব্যাটাররা। রোহিত শর্মা, বিরাট কোহলি ফের ব্যর্থ হলেন। রোহিত করলেন ৮ রান ও বিরাট ২৪ রান। পন্থ ঝোড়ো ইনিংস শুরু করতে গিয়ে ২০ রানে আটকে যান। বিরাট কোহলি এদিন চলতি বিশ্বকাপে তাঁর সর্বোচ্চ রান করলেন। দ্রুত তিনটে উইকেট হারানোর পর কামব্যাক করে ভারত। সূর্যকুমার যাদব দলের হাল ধরেন। প্রথম শিবম দুবের সঙ্গে পার্টনারশিপ তৈরি করতে গেলেও পারেননি। দুবে ১০ রান করে ফেরেন। ৯০ রান থেকে সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া ১৫০-এ নিয়ে যায় দলকে। সূর্য ৫৩ রান করে আউট হন। তবে তিনি ততক্ষণে যা করার তা করে দিয়েছেন। হার্দিক পান্ডিয়া ২৪ বলে ৩২ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেন। শেষে অক্ষর প্যাটেলের ৬ বলে ১২ রান দলকে ১৮১ রানে নিয়ে যায়। ৮ উইকেট হারিয়ে এই রান তোলে ভারত। তবে আফগানিস্তান বল হাতে বেশ চমক দেখায়। রশিদ খান ও ফজলহক ফারুকি তিনটে করে উইকেট নেন। একটা উইকেট নেন নবীন উল হক। রান তাড়া করতে নেমে আফগানিস্তান স্লো পিচের কবলে পড়ে। ম্যাচ যত এগোতে থাকে পিচ তত স্লো হতে থাকে। এখানে ভারত স্লোয়ার দিয়ে বাজিমাত করে। দুই ওপেনার রহমানুল্লা গুরবাজ ও হজরতুল্লা জাজাইকে ফেরান জসপ্রীত বুমরাহ।এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে আফগানিস্তানের ব্যাটিং। তাদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন আজমাতুল্লা ওমরজাই। নাজিবুল্লা জারদান ১৯ রান করেন। এরপর আর কেউ বলার মতো রান করতে পারেননি। স্লো পিচেই বাজিমাত করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে তিনটে করে উইকেট নেন আর্শদীপ সিং ও জসপ্রীত বুমরাহ। একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। দুটি উইকেট নেন কুলদীপ যাদব। এদের দাপটে ১৩৪ রান অলআউট হয় আফগানিস্তান।


from Bengali News, বাংলা নিউজ, Read Latest Bengali News, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/vtFYh4B
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads