সবকিছু শেষ হয়ে যায়নি! পদ্ম-বিধায়কদের বৈঠকে বার্তা শুভেন্দুর https://ift.tt/WH7FijY - MAS News bengali

সবকিছু শেষ হয়ে যায়নি! পদ্ম-বিধায়কদের বৈঠকে বার্তা শুভেন্দুর https://ift.tt/WH7FijY

মণিপুস্পক সেনগুপ্ত, এই সময়লোকসভা ভোটে অমিত শাহের ঠিক করে দেওয়া ৩০ সিটের টার্গেটের ধারেকাছেও ঘেঁষতে পারেনি বঙ্গ-বিজেপি। উল্টে গতবারের থেকেও কমেছে ছ’টি আসন। স্বভাবতই, ভোটারদের মনোভাব টের পেয়ে ভেঙে পড়েছেন গেরুয়া শিবিরের অনেকেই। বুধবার নিউ টাউনের পাঁচতারা হোটেলে বিজেপি বিধায়কদের ডেকে তাই কিছুটা ভোকাল টনিক দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বোঝানোর চেষ্টা করলেন, অন্ধকারের মধ্যেও আলোর উৎস লুকিয়ে থাকে। ফলে ‘সব শেষ হয়ে গেল’ গোছের ভাবনা মন থেকে দূর করাই ভালো। সূত্রের খবর, বিজেপি বিধায়কদের শুভেন্দু এই বলে মনোবল বাড়ানোর চেষ্টা করেছেন যে, আপাতভাবে লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপি খারাপ ফলাফল করলেও গত বিধানসভা ভোটের নিরিখে এবার ভোট কিছুটা হলেও বেড়েছে। এক বিজেপি বিধায়কের কথায়, ‘খুব তাড়াতাড়ি আমাদের সবাইকে নিয়ে বসবেন। আসন ধরে ধরে বিস্তারিত পর্যালোচনা হবে লোকসভা ভোটের ফলাফলের। কিন্তু তার আগে বুধবার উনি আমাদের বুঝিয়েছেন যে, লোকসভা ভোটের ফলাফলের চুলচেরা বিশ্লেষণ করলেই দেখা যাবে, আগামী বিধানসভা ভোটে বিজেপির যথেষ্ট সম্ভাবনা আছে।’ দক্ষিণবঙ্গের এক বিজেপি বিধায়কের কথায়, ‘লোকসভা ভোটের পর বাকিরা সবাই নিজেদের নিয়ে পড়ে আছেন। একা শুভেন্দু অধিকারীই আমাদের সবাইকে আবার মাঠে নামানোর চেষ্টা করছেন।’ ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির দখলে এসেছিল ৭৭টি আসন। এ বারের লোকসভা ভোটের ফলাফলের নিরিখে বিজেপি এগিয়ে রয়েছে রাজ্যের ৯০টি বিধানসভা আসনে। পূর্ব মেদিনীপুর জেলার দু’টি লোকসভা আসনেই এ বার জিতেছে বিজেপি। সূত্রের খবর, বুধবারের বৈঠকে পরিসংখ্যান দিয়ে শুভেন্দু দলীয় বিধায়কদের বলেন, ‘হতে পারে, আমাদের কিছু আসন কমেছে। কিন্তু অনেক জায়গায় আমাদের ভোট আগের থেকে বেড়েছে।’ শহরাঞ্চলের ওয়ার্ডভিত্তিক ফলাফলে বহু জায়গাতেই পাল্লা ভারী বিজেপির। যেমন, লোকসভা ভোটের ফলাফলের নিরিখে বারাসত পুরসভা এলাকার ৩৪টি ওয়ার্ডের মধ্যেই ২৯টি ওয়ার্ডেই বিজেপি এগিয়ে রয়েছে।একইভাবে কলকাতা পুরসভার ৫১টি ওয়ার্ড, শিলিগুড়ি, রায়গঞ্জ, ইংরেজবাজার পুরসভা এলাকায় বিজেপির লিড পাওয়ার কথাও দলীয় বিধায়কদের মনে করিয়ে দেন শুভেন্দু।


from Bengali News, বাংলা নিউজ, Read Latest Bengali News, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/KdI730G
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads