Ajker Bangla Khabar - Eisamay
Bangla News
Bengali News
Read Latest Bengali News
টি-২০ বিশ্বকাপ
বাংলা নিউজ
from Bengali News, বাংলা নিউজ, Read Latest Bengali News, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/snzfZhB
'খাড়গেজি হুমকি দিচ্ছেন!' বিরোধী দলনেতার পদ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাহুলের https://ift.tt/rlZzDCc
ওয়েনাড় ছেড়ে রায়বরেলিকেই বেছে নিয়েছেন রাহুল গান্ধী। সোমবার সন্ধ্যায় মল্লিকার্জুন খাড়গের বাসভবনে কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠকের পরই ঘোষণা করা হয় সিদ্ধান্ত। এদিকে, লোকসভার বিরোধী দলনেতার পদে যে তিনি খুব একটা আগ্রহী নন, তা ঠারেঠোরে রাহুল বুঝিয়ে দিয়েছেন বৈঠক শেষে। দিল্লিতে কংগ্রেস সভাপতির বাসভবনে বৈঠক শেষে রাহুলকে সাংবাদিকদের প্রশ্ন, তিনি কি আদৌ বিরোধী দলনেতার পদে বসছেন? জবাবে খানিক মজার ছলেই কংগ্রেস সাংসদ বলেন, 'খাড়গেজি তো আমায় হুমকি দিচ্ছেন।' অর্থাৎ রাহুল রাজি না হলে হাইকমান্ডের পক্ষ থেকে তাঁর সিদ্ধান্ত বদলের জন্য নানা পন্থা নেওয়া হতে পারে বলেই ইঙ্গিত। কংগ্রেস ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা পদে সংসদে বসার প্রস্তাব দেওয়া হয়। সূত্র মারফত জানা যাচ্ছে, সে মিটিংয়েই খানিক মজার ছলেই বলেছিলেন, রাহুল প্রস্তাবে রাজি না হলে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ নেওয়া হবে। এক দশক পর ফের একবার লোকসভা বিরোধী দলনেতা পেতে চলেছে। ২৩৫টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ১০০টি আসন। ফলে বিরোধী দলনেতার পদটি জুটবে তাদেরই। ২০১৪ সালে কংগ্রেস ছিল ৪৪-এ। ২০১৯-এ সামান্য বেড়া তা দাঁড়ায় ৫২। ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার সাফল্য কংগ্রেসের ভালো ফলাফলের অন্যতম নেপথ্য কারণ বলেই চিহ্নিত করেছে হাইকমান্ড। আর তাই বিরোধী দলনেতার আসন তাঁকেই দেখতে চায় দল। তাঁকে ক্যাবিনেট মন্ত্রীদের সমমর্যাদার একটি পদ দিয়ে সম্মানিত করতে চায় কংগ্রেস। ২০১৯ সালে কংগ্রেসের খারাপ ফলের পর দলের সভাপতি পদ ছেড়ে দিয়েছিলেন রাহুল গান্ধী। সেই থেকে তিনি কোনও আলঙ্কারিক পদ গ্রহণ করতে অনিচ্ছুক। তবে কংগ্রেসও হাল ছাড়তে নারাজ। রাহুলকে সিদ্ধান্ত বদলের জন্য নানা পন্থা অবলম্বন করেছে হাত শিবিরের নেতারা। সোনিয়া গান্ধীও রাহুলকে মত পালটানোর জন্য বোঝাচ্ছেন বলে খবর। তবে একান্তই রাহুল রাজি না হলে তিন নেতার কথা বিরোধী দলনেতার হিসেবে ভাবা হচ্ছে। তালিকায় রয়েছেন কুমারী শেলজা, গৌরব গগৈ এবং মণীশ তিওয়ারি। কংগ্রেস সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে। তবে বিরোধী দলনেতার পদ গ্রহণ করুন বা না করুন, ওয়েনাড় আসনের প্রতি তাঁকে দায়বদ্ধ থাকতেই হবে। অন্তত রাহুল নিজে যা প্রতিশ্রুতি দিয়েছেন, তা রাখতে উত্তর এবং দক্ষিণ, দুই ভারতেই অতিরিক্ত সময় দিতে হবে তাঁকে। দাদার ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনের প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল বলেন, 'ওয়েনাড়ের মানুষের জন্য দু'জন সাংসদ। প্রিয়াঙ্কা এই আসন থেকে লড়ছে তবে আমি মাঝে মধ্যেই ওয়েনাড়ে যাব। সেখানকার মানুষের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ।'
from Bengali News, বাংলা নিউজ, Read Latest Bengali News, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/snzfZhB
Previous article
Next article
Leave Comments
Post a Comment