শেষ বলে হাড্ডাহাড্ডি লড়াই, রাজস্থানকে টেক্কা হায়দরাবাদের https://ift.tt/kbE3emN - MAS News bengali

শেষ বলে হাড্ডাহাড্ডি লড়াই, রাজস্থানকে টেক্কা হায়দরাবাদের https://ift.tt/kbE3emN

দাঁত চেপে লড়াই কীভাবে করতে হয়, সেটা আরও একবার দেখিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। বলা ভালো, হায়দরাবাদের দুই তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল এবং রিয়ান পরাগ ম্যাচটাকে প্রায় বের করে নিয়েই গিয়েছিলেন।। তৃতীয় উইকেটে এই দুই ভারতীয় ব্যাটারের মধ্যে ১৩৪ রানের পার্টনারশিপও গড়ে ওঠে। তবে মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় শেষপর্যন্ত হায়দরাবাদ এই ম্যাচে ১ রানে জয়লাভ করে। এই জয়ের পাশাপাশি চলতি আইপিএল টুর্নামেন্টে রাজস্থানের প্লে-অফ ভাগ্য আপাতত ঝুলেই থাকল ।চলতি মরশুমে এই নিয়ে পঞ্চমবার সানরাইজার্স হায়দরাবাদ ২০০ রানের চৌকাঠ স্পর্শ করল। আর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দ্বিতীয়বার। বৃহস্পতিবারের (২ মে) এই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০১ রান তুলেছে।তবে শুরুর দিকে হায়দরাবাদের ব্যাটিং একেবারেই অচেনা লাগছিল। পাওয়ার প্লে চলাকালীন ৩৭ রানের মধ্যে তারা ২ উইকেট হারিয়ে ফেলে। এমন ব্যাটিং হায়দরাবাদের থেকে একেবারে প্রত্যাশিত ছিল না। এরপর ট্রাভিস হেড একদিক থেকে দলের হাল ধরতে শুরু করেন। আর অন্যদিকে নীতীশ কুমার রেড্ডি। দুজনের মধ্যে তৃতীয় উইকেটে ৫৭ বলে ৯৬ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ৪৪ বলে ৫৮ রান করে ফিরে যান ট্রাভিস হেড। এরপর নীতীশের সঙ্গে চতুর্থ উইকেটে অপরাজিত ৭০ রানের জুটি বাঁধেন হেনরিক ক্লাসেন। এই ম্যাচে নীতীশ শেষপর্যন্ত ৪২ বলে ৭৬ রান করেন। অন্যদিকে ক্লাসেন ১৯ বলে ৪২ রান করে মাঠ ছাড়েন।এই ম্যাচে নীতীশের ব্যাটিং আলাদা করে নজর কেড়েছে। কভারের উপর দিয়ে তাঁর হাঁকানো ছক্কার প্রশংসা সকলেই করেছেন। ইতিমধ্যে একজন ব্যাটার হিসেবে তিনি নিজেকে যথেষ্ট স্বাবলম্বী করে তুলেছেন। কখন বড় শট খেলতে হবে আর কখন পিছিয়ে আসতে হবে, সেটা খুব ভালো করেই জানেন। এই ম্যাচে তাঁকে শেষের দিকে সঙ্গত দিলে হেনরিক ক্লাসেন। এই স্কোর নিয়ে হায়দরাবাদ অবশ্যই সন্তুষ্ট হতে পারবে বলে আশা করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা।এরপর শুরু হয় রাজস্থান রয়্যালসের ব্যাটিং। শুরুতেই রাজস্থানের দুই ব্যাটিং স্তম্ভ প্যাভিলিয়নে ফিরে যান। অধিনায়ক সঞ্জু স্যামসন এবং জস বাটলার রানের খাতা খুলতে পারলেন না। এই ম্যাচে একটা বড় দায়িত্ব যশস্বী জয়সওয়ালের কাঁধে এসে পড়েছিল। রিয়ান পরাগের সঙ্গে জুটি বেঁধে তিনি স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। মাত্র ২৯ বলে তৃতীয় উইকেটে ৫০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। দেখতে দেখতে এই পার্টনারশিপ যে ম্যাচ জয়ের অন্যতম ফ্যাক্টর হয়ে উঠবে, সেটা বোধহয় কেউ কল্পনা করতে পারেননি। শেষপর্যন্ত ৪০ বলে ৬৭ রান করে ফিরতে হল যশস্বী জয়সওয়ালকে। নটরাজনের বলে বোল্ড হলেন তিনি। ততক্ষণে রাজস্থান এই ম্যাচের অনেকটাই নিজেদের পকেটে প্রায় পুরে ফেলতে পেরেছিল।


from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, Bengali News Today, বাংলা সংবাদ, Bangla News, বাংলা নিউজ - Ei Samay https://ift.tt/rc7BKnj
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads