বিশ্বকাপ থেকে বাদ পড়েই রোহিতের সঙ্গে দেখা রিঙ্কুর? উঠছে বিতর্কের ঝড় https://ift.tt/sZYOSFG - MAS News bengali

বিশ্বকাপ থেকে বাদ পড়েই রোহিতের সঙ্গে দেখা রিঙ্কুর? উঠছে বিতর্কের ঝড় https://ift.tt/sZYOSFG

ভারতীয় ক্রিকেট স্কোয়াডে অবশ্যই সুযোগ পাবেন। কারণ ব্যাট হাতে তিনি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেছিলেন। কিন্তু, ভারতীয় ক্রিকেট স্কোয়াড প্রকাশ্যে আসতেই সকলে কার্যত চমকে ওঠেন। ভারতীয় ক্রিকেট দলের এই তরুণ ব্যাটারকে ১৫ সদস্যের দলেও রাখা হয়নি। বরং আসন্ন এই আইসিসি টুর্নামেন্টে তাঁকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে। নির্বাচকদের এই সিদ্ধান্তের পর দেশের প্রাক্তন ক্রিকেটাররা কার্যত বিভাজিত হয়ে গিয়েছেন। কেউ কেউ মনে করছেন যে রিঙ্কু সিংকে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে সুযোগ দেওয়া উচিত ছিল। কেউ আবার নির্বাচকদের এই সিদ্ধান্তেই সহমত পোষন করেছেন।ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। সেখানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং কলকাতা নাইট রাইডার্স দলের 'ফিনিশার' রিঙ্কু সিংকে একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। ছবিতে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যে রিঙ্কু কিছু একটা কথা বলছেন। আর রোহিত শর্মা তা মনোযোগ দিয়ে শুনে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটার যথেষ্ট প্রশংসা করা হয়েছে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা বলতে শুরু করেছেন, কোনও ক্রিকেটারের যখন কঠিন সময় যায় এবং দলের অধিনায়ক সেইসময় তাঁর পাশে থাকেন, তাহলে তার থেকে বড় প্রাপ্তি জীবনে আর কিছু হতে পারে না।এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কলকাতা নাইট রাইডার্স তাদের পরবর্তী ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োডন করা হবে। বৃহস্পতিবার (২ মে) কলকাতা নাইট রাইডার্স অনুশীলন করতে গিয়েছিল। ইতিমধ্যে রোহিত শর্মার সঙ্গে রিঙ্কু সিংয়ের দেখা হয়ে যায়। কলকাতা নাইট রাইডার্স এই ছবিটা নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে। পাশাপাশি এই পোস্টে কমেন্টের বন্যাও দেখতে পাওয়া গিয়েছে। রোহিতের এহেন আচরণের প্রশংসা শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার বিসিসিআই-এর সাংবাদিক বৈঠকেও রিঙ্কু সিংকে নিয়ে রোহিত শর্মা এবং অজিত আগরকরকে প্রশ্ন করা হয়েছিল।


from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, Bengali News Today, বাংলা সংবাদ, Bangla News, বাংলা নিউজ - Ei Samay https://ift.tt/6tSDXB9
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads