ওয়েদার ঠিক থাকলে আজ কপ্টারেই বাঁকুড়া যাত্রা মমতার https://ift.tt/yFUcdkf - MAS News bengali

ওয়েদার ঠিক থাকলে আজ কপ্টারেই বাঁকুড়া যাত্রা মমতার https://ift.tt/yFUcdkf

এই সময়, দুর্গাপুর ও বাঁকুড়া: বিরূপ আবহাওয়ার কারণে দুর্গাপুর থেকে পুরুলিয়া গাড়িতে যাতায়াত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ দুর্গাপুরের হোটেল থেকে গাড়িতে তিনি রওনা দেন। পুরুলিয়ার হুড়ায় সভা শেষ করে ফের বিকেল সাড়ে ৪টে নাগাদ তিনি ফেরেন দুর্গাপুরে।দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর হোটেলের অদূরে গান্ধী মোড় হেলিপ্যাডে প্রস্তুত ছিল হেলিকপ্টার। কিন্তু আবহাওয়া দেখে সড়কপথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সোমবার বাঁকুড়ার রাইপুরে নির্বাচনী সভা রয়েছে তৃণমূল নেত্রীর। আবহাওয়া ঠিক থাকলে সেখানে হেলিকপ্টারেই যাবেন মমতা।এদিন দুর্গাপুর থেকে বড়জোড়া, বেলিয়াতোড়, বাঁকুড়ার হেভিরমোড়, ধলডাঙা, পুয়াবাগান হয়ে ৬০-এ জাতীয় সড়ক ধরে পুরুলিয়ায় যায় মুখ্যমন্ত্রীর কনভয়। নেত্রী সড়কপথে আসছেন খবর পেয়ে বিভিন্ন জায়গায় রাস্তার ধারে জমায়েত করেন দলের নেতা-কর্মীরা। বড়জোড়ায় কর্মী সমর্থকদের নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন এলাকার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। বেলিয়াতোড়ে ছিলেন তৃণমূলের বড়জোড়া ব্লক সভাপতি কালিদাস মুখোপাধ্যায়। বাঁকুড়ার হেভিরমোড়ে হাজির ছিলেন সাংগঠনিক জেলা সভাপতি ও বিধায়ক তথা বাঁকুড়া কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তী, দলের জেলা চেয়ারম্যান অলোকা সেন মজুমদার, মহিলা সভানেত্রী বিশ্বরূপা সেনগুপ্ত। তবে মাঝপথে কোথাও দাঁড়ায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। নেতা কর্মীদের দিকে গাড়ির কাচ নামিয়ে হাত নাড়েন নেত্রী। এদিকে, আজ জঙ্গলমহলের রাইপুর সবুজ সঙ্ঘের মাঠে বাঁকুড়া কেন্দ্রের জোড়াফুল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে জনসভা করবেন তৃণমূল নেত্রী। বাঁকুড়ায় গরম পড়েছে ভালোই। গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে রবিবার তা নেমে যায় ৩৫ ডিগ্রিতে। বাঁকুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, ‘সভাস্থলে মাথার উপর বড় ছাউনি থাকছে। বিভিন্ন জায়গায় রাখা থাকবে জলের গাড়ি। জলের পাউচও থাকবে। চড়া রোদ থেকে রেহাই পেতে কয়েক হাজার কর্মীকে আমরা ছাতাও দিয়েছি।’


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/E2BNJRF
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads