অক্ষত দিল্লির মসনদ, অক্ষর-ঋষভের ব্যাটিংয়ে মুখে হাসি সৌরভের https://ift.tt/WI6Ugde - MAS News bengali

অক্ষত দিল্লির মসনদ, অক্ষর-ঋষভের ব্যাটিংয়ে মুখে হাসি সৌরভের https://ift.tt/WI6Ugde

বুধবার (২৪ এপ্রিল) চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। গত ম্যাচে পরাজয়ের কারণে দিল্লি যে এই ম্যাচে কিছুটা হলেও ব্যাকফুটে ছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু, শেষ বাজি তারাই মাত করে বেরিয়ে গেল। গুজরাট টাইটান্সকে ৪ রানে হারিয়ে নিজেদের যোগ্যতার প্রতি সুবিচার করল ঋষভ পন্থের দল। আর দিল্লি জয়ে ফিরতেই মুখে হাসি ফুটল দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এই ম্যাচে গুজরাট টাইটান্স টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। যদিও প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তে ঋষভের তেমন কোনও আপত্তি ছিল না। কিন্তু, শুরুতেই ধাক্কা খায় দিল্লি ক্যাপিটালস। ম্যাচের চতুর্থ ওভারেই দলের দুই ওপেনার ফ্রেজার ম্যাগার্ক (১৪ বলে ২৩ রান) এবং পৃথ্বী শ (৭ বলে ১১ রান) আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।শাই হোপ ব্যাট হাতে নামলেও দিল্লিকে তেমন কোনও আশার আলো দেখাতে পারেননি তিনি। ৬ বলে মাত্র ৫ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। এরপর চতুর্থ উইকেটে টিকে থাকার লড়াই শুরু করেন। মাত্র ৬৩ বলে তাঁদের মধ্যে শতরানের পার্টনারশিপ গড়ে ওঠে। অক্ষর ৪৩ বলে ৬৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেও, শেষপর্যন্ত লড়াই চালিয়ে যান ঋষভ। তিনি শেষ অবধি ৮৮ রানে অপরাজিত থাকেন। শেষবেলায় ৭ বলে ২৬ রানের একটি ঝোড়ো ইনিংস উপহার দিলেন ত্রিস্তান স্টাবস। আর এই জোড়া হাফসেঞ্চুরির দৌলতেই দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৪ রান তোলে।এরপর শুরু হয় গুজরাট টাইটান্সের ব্যাটিং। শুভমান গিল তাঁর আইপিএল কেরিয়ারের শততম ম্যাচটি বুধবার খেলতে নেমেছিলেন। কিন্তু, সমর্থকদের হতাশ করে তিনি ৫ বলে মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তবে দলের অপর ওপেনার ঋদ্ধিমান সাহা কিন্তু সাই সুদর্শনকে সঙ্গী করে যথেষ্ট লড়াই করলেন। এই ম্যাচে ঋদ্ধি ২৫ বলে ৩৯ রান করেন। অন্যদিকে সাই সুদর্শন ৩৯ বলে করেন ৬৫ রান। শেষের দিকে ডেভিভ মিলার ধামাকাদার (২৩ বলে ৫৫ রান) ইনিংস খেললেও শেষপর্যন্ত আর দলকে জেতাতে পারেননি। দলের মিডল এবং লোয়ার মিডল অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে যায়। তবে শেষবেলায় ম্যাচের মোড় রোমাঞ্চকরভাবে ঘুরিয়ে দিলেন গুজরাটের তারকা অলরাউন্ডার রশিদ খান।শেষ ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়েম্যাচের রংটাই প্রায় বদলে দিয়েছিলেন। শেষ বলে জয়ের দরকার ছিল ৫ রানের। কিন্তু, সেটা আর রশিদ করতে পারলেন না। শেষপর্যন্ত জয়ের সরণীতে দিল্লি ক্যাপিটালস ফিরে এল।


from Bengali News, বাংলা খবর, News in Bengali, বাংলা সংবাদ, Latest Bangla News, bengali news today - Ei Samay https://ift.tt/3s9JUnp
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads