নারিনের ২৬-এর বদলা পন্থের ২৮! চোট সারিয়ে ফিরে রেকর্ড ঋষভের https://ift.tt/TXPF1nZ - MAS News bengali

নারিনের ২৬-এর বদলা পন্থের ২৮! চোট সারিয়ে ফিরে রেকর্ড ঋষভের https://ift.tt/TXPF1nZ

ইশান্ত শর্মাকে এক ওভারে ২৬ রান মেরে তাক লাগিয়ে দিয়েছিলেন সুনীল নারিন। অভিজ্ঞ এই বোলারকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছিলেন নারিন। এবার সেটারই বদলা নিলেন ঋষভ পন্থ। আর ইশান্ত শর্মার জায়গায় এলেন ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশকে এক ওভারে ২৮ রান মেরে নারিনের বদলা নিলেন তিনি। যদিও এরপর তাঁর ইনিংসটা লম্বা হয়নি। ১১ তম ওভারে ঘটনাটি ঘটান পন্থ। তার আগে বল করে যান আন্দ্রে রাসেল। যদি সেখানে হর্ষিত রানার বল করার কথা ছিল, কিন্তু তিনি বল করতে পারেননি। রাসেলের পর হর্ষিত রানার জায়গায় ভেঙ্কটেশ আইয়ারকে দায়িত্ব দেওয়া হয়। কারণ অতীতে বল করেছিলেন এবং উইকেট পান। তাই তাঁকে বল দেন শ্রেয়স। কিন্তু তিনি দেন ২৮ রান।দেখে নিন ওভারে পন্থের তান্ডব১১.১ ওভার- লেগ সাইডের দিকে দুর্বল বল। শর্ট ফাইন লেগের দিকে মারলেন পন্থ। চার হল। ১১.২ ওভার- ব্যাক অফ দ্য লেংথ বল, পন্থ লং অফের দিকে গায়ের পুরো জোর দিয়ে মারলেন। ছয় হল। ১১.৩ ওভার- লেগের দিকে বল করলেন, কিন্তু বলের গতি এতটাই কম ছিল যে পন্থের সমস্যা হয়নি। তিনি শর্ট ফাইনের দিকে তুলে মারলেন ও ছয় হল।১১.৪ ওভার- ফুল টস বল অফের দিকে। পন্থ ব্যাটের মুখ খোলার সময় পেলেন এবং ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে মারলেন। চার এল। ১১.৫ ওভার- আউটসাইড অফের দিকে বল, পন্থ লেগ সাইডের দিকে শট নেন। চার হয়। এরসঙ্গে পন্থ হাফসেঞ্চুরি করেন।১১.৬ ওভার- আউটসাইড অফের দিকে ফুলটস, সহজেই পন্থ এটাকে চারে পরিবর্তন করেন।তবে এই ২৮ রানের বিশাল ওভারের পর সেভাবে পন্থ বিপদ তৈরি করতে পারেননি। কারণ এর পরের ওভারেই তিনি আউট হন। বরুণ চক্রবর্তী বলে তুলে মারতে গিয়ে তিনি ক্যাচ দিয়ে বসেন শ্রেয়স আইয়ারকে। এই শ্রেয়স আইয়ার পন্থের ক্যাচ মিস করেন যখন পন্থ ২৩ রানে ছিলেন। সেটার খেসারত দিতে হল ওভারে ২৮ রান দিয়ে। যদি শ্রেয়স পরে ক্যাচ ধরে পন্থকেই ফেরান এবং দলকে লড়াইয়ে ফেরান। পন্থ যেই ফর্মে ছিলেন, সেটা ধরে রাখতে পারলে সমস্যা ছিল KKR-এর।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/lzvuahU
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads