নেহরা সরতেই সাফল্য উধাও, হার্দিকের অধিনায়কত্বের জ্ঞান নিয়ে প্রশ্ন https://ift.tt/JYtS3wP - MAS News bengali

নেহরা সরতেই সাফল্য উধাও, হার্দিকের অধিনায়কত্বের জ্ঞান নিয়ে প্রশ্ন https://ift.tt/JYtS3wP

২০২২ সালে BCCI IPL-এ পরিবর্তন আনে। আটটা দলের বদলে ১০টা দল করা হয় IPL-এ। ও লখনউ সুপার জায়ান্টস দুটো দল যোগ হয়। প্রথমবার খেলতে নেমেই জিতে যায় গুজরাট টাইটান্স। প্রথমবার অধিনায়কত্ব করতে নেমে তাক লাগিয়ে দেন হার্দিক পান্ডিয়া। প্রথমবার দলকে চ্যাম্পিয়ন করার পর দ্বিতীয়বার তিনি দলকে রানার্স আপ করেন। IPL-এ শেষ দুই বছর স্বপ্নের সময় কাটালেও এবার খেই হারিয়েছেন হার্দিক। গুজরাট টাইটান্স ছেড়ে এবার যোগ দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। অধিনায়ক হয়ে নিজের পুরনো দলে ফিরলেও হার্দিকের সেটা ভালো হয়নি। পরপর তিনটে ম্যাচে হেরে নিন্দার মুখে পড়েছেন তিনি। পান্ডিয়াকে ভবিষ্যতের অধিনায়ক ভাবা হচ্ছিলদুই মরশুম অধিনায়কত্বে প্রতিভা দেখানো হার্দিককে ভারতীয় দলের ভবিষ্যতের অধিনায়ক হিসাবে বিবেচনা করা হত। আন্তর্জাতিক টি-২০ তে ভারতীয় দলের অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে তাঁকে। এখন তিনটে ম্যাচ হারের পর হার্দিকের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সমর্থকদের একাংশের দাবি, গুজরাট টাইটান্সের জার্সিতে হার্দিকের সাফল্যের পিছনে রয়েছেন আশিস নেহরা। নেহরাকে বলা হয়েছিল আসল ক্যাপ্টেনগুজরাট টাইটান্সের গত দুই মরশুমে আশিস নেহরাকে মাঠ থেকেই তাঁর দলকে নির্দেশ দিতে দেখা গিয়েছিল। তিনি ব্যাটিং হোক বা বোলিং সবকিছুতেই এগিয়ে ছিলেন। এমনকি ম্যাচের মাঝে কোনও সিদ্ধান্ত নিতে গেলে তিনি প্লেয়ারদের ডেকে নিয়ে পরামর্শ দিয়েছেন। যার ফল পাওয়া গিয়েছিল, হার্দিক ও নেহরার জুটি ধারাবাহিকভাবে জিতছিল। এবার মুম্বইয়ের খারাপ পারফর্মের জন্য মনে করা হচ্ছে আশিস নেহরার অনুপস্থিতি। তিনি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী, যেভাবে ফুটবল ম্যানেজারদের মতো ম্াচ পরিচালনা করতেন, সেটা এখন মুম্বইতে করার মতো কেউ নেই। গুজরাট এখন ভালো ফল করছেগুজরাট টাইটান্সের নতুন অধিনায়ক শুভমান গিলকে এখনও ফুটবল ম্যানেজারের মতো মাঠ থেকে পথ দেখিয়ে চলেছেন আশিস নেহরা। গিল ও নেহরার জুটিতে ভালো করছে গুজরাট টাইটান্স। জিটি এখনও পর্যন্ত তিনটি ম্যাচের মধ্যে দুটি জিতেছে। অধিনায়কত্বের দিক থেকে অনভিজ্ঞ গিল বাজিমাত করছেন। তারউপর দলে মহম্মদ শামির মতো ম্যাচ উইনারও নেই। মুম্বই একটিও জয় পায়নিমুম্বই ইন্ডিয়ান্স IPL-এ এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে এবং সবকটিতেই হেরেছে। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬ রানে হারিয়েছে গুজরাট টাইটান্স। নিজেদের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/3o5b8gc
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads