ভাইজ্যাগ ধোনি শো-তে মাতলেও দলের হার, চেন্নাইকে হারিয়ে দিল্লির 'হুংকার' https://ift.tt/tx1QknM - MAS News bengali

ভাইজ্যাগ ধোনি শো-তে মাতলেও দলের হার, চেন্নাইকে হারিয়ে দিল্লির 'হুংকার' https://ift.tt/tx1QknM

কে বলবে এই লোকটা সম্ভবত কেরিয়ারের শেষ আইপিএল টুর্নামেন্ট খেলতে নেমেছে। ২০২৪ আইপিএল টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংসের প্রথম দুটো ম্যাচে খেলতে নামেননি মহেন্দ্র সিং ধোনি। অনেকেই বলতে শুরু করেছিলেন যে চোটের কারণেই ব্যাট করতে নামছেন না চেন্নাইয়র প্রাক্তন অধিনায়ক। কেউ আবার বলেছিলেন, বয়সের কারণে আর আগের মতো ব্যাটে ধার নেই। কিন্তু, কোথায় কী? তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। দিল্লি ক্যাপিটালস ২০ রানে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়লাভ করলেও, ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয় জয় করে গেলেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের শেষে তিনি ১৬ বলে ৩৭ রান করে অপরাজিত থাকলেন। ধোনি ধামাকাতেই আপাতত মজে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব।২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন মহেন্দ্র সিং ধোনি। তারপর থেকে আপাতত বছরের এই একটা সময়েই ২২ গজে ধোনিকে দেখতে পাওয়া যায়। কিন্তু, আজও যে তিনি দেশের সেরা 'ফিনিশার' সেটা প্রমাণ করে দিলেন। শুরুর দিকে রাচিন রবীন্দ্র ১২ বল খেলে মাত্র ২ রান না করলে, হয়ত এই ম্যাচটা জিততেও পারত। অন্তত মাহি যেভাবে ব্যাট করছিলেন, তাতে জয়ের স্বপ্ন একেবারেই অধরা ছিল না। ধোনির এই ইনিংসে চারটে চার এবং তিনটে বিশাল ছক্কা রয়েছে। ভাইজ্যাগ বরাবরই ধোনির প্রিয় মাঠ। আর এই মাঠে আরও একবার জ্বলে উঠলেন তিনি। আর যাঁরা মাঠে খেলা দেখতে এসেছিলেন, তাঁদেরও যে পয়সা একেবারে উসুল হয়ে গিয়েছে, তা বলা যেতেই পারে। বিশেষ করে ম্যাচের শেষ বলে মাহির ছক্কা বহু পুরনো স্মৃতিই আরও একবার জাগিয়ে দিয়েছে।এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। নির্ধারিত ২০ ওভারে তারা ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করে। হাফ সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নার এবং ঋষভ পন্থ। এমনকী, পৃথ্বী শ'ও ৪৩ রানের একটি মারকাটারি ইনিংস উপহার দিয়েছিলেন। এরপর চেন্নাই ব্যাট করতে নামে। শুরুর দিকে দুই ওপেনারই ফ্লপ হওয়ায় কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল রুতুরাজের দল। এরপর ড্যারিল মিচেল এবং অজিঙ্কা রাহানে দলকে টেনে তোলার চেষ্টা করলেও শেষরক্ষা করতে পারেননি। অবশেষে বিদায়বেলায় মাহি ধামাকা। গোটা ম্যাচে এই একটা পারফরম্যান্সই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। ধোনির ব্যাটিং চেন্নাই সমর্থকদের হারের জ্বালা কিছুটা হলেও যে মিটিয়ে দিয়েছে, তা নিঃসন্দেহে বলা যায়।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/dmetpyb
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads