নামমাত্র টিফিন-লাঞ্চ, অসন্তোষ ভোটকর্মীদের https://ift.tt/C2bAiVz - MAS News bengali

নামমাত্র টিফিন-লাঞ্চ, অসন্তোষ ভোটকর্মীদের https://ift.tt/C2bAiVz

এই সময়: আসন্ন লোকসভা বাবদ কমিশন ১৫০ টাকার টিফিন ও লাঞ্চ বরাদ্দ করেছে। কিন্তু প্রথম ও দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের যে ছ’টি কেন্দ্রে ১৯ ও ২৬ এপ্রিল ভোট গ্রহণের কথা, সেই সব কেন্দ্রের জন্য ভোটের প্রশিক্ষণ নিতে গিয়ে অভিজ্ঞতা বেশ খারাপ বলে দাবি ভোটকর্মীদের। তাঁদের অভিযোগ, বরাদ্দ অর্থের পরিবর্তে নিম্নমানের খাদ্য সরবরাহ করা হচ্ছে।এই সব কেন্দ্রের ভোটকর্মীদের একাংশের দাবি, তাঁদের কোথাও চিপস, কোথাও বা বিস্কুট, কেকের ছোট প্যাকেট বা ঝুড়িভাজার পাশাপাশি একটি করে কলা ও আপেলের সঙ্গে জলের বোতল দেওয়া হচ্ছে। কোথাও আবার মিলছে ৭৫ গ্রামের ভেজ ফ্রায়েড রাইসের সঙ্গে তিন কুচি চিকেন। যা নিয়ে ভোটকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। ভোটকর্মী হিসাবে ট্রেনিংয়ে অংশ নেওয়া আলিপুরদুয়ারের চঞ্চল দাসের অভিযোগ, ‘প্রশিক্ষণের দিনগুলোয় ভোটকর্মী পিছু বরাদ্দ ১৫০ নয়, ১৭০ টাকা করে। কিন্তু তার পরিবর্তে যে খাবার দেওয়া হচ্ছে, তার মান অত্যন্ত খারাপ। সব মিলিয়ে ১০০ টাকার টিফিন ও লাঞ্চও দেওয়া হচ্ছে না।’ শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর বক্তব্য, ‘দুর্নীতি বন্ধ করতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ প্রদান ও ট্রেনিংয়ে উপস্থিতির প্রামাণ্য তথ্য ভোটকর্মীকে দেওয়া-সহ নানা দাবিতে আমরা ইতিমধ্যে কমিশনের আধিকারিকদের স্মারকলিপি দিয়েছি। তারপরেও জেলার নির্বাচনী আধিকারিকদের এ ব্যাপারে কোনও হেলদোল নেই।’ তাঁর হুঁশিয়ারি, ‘এ সব দাবি না মিটলে আগামী দিনে ট্রেনিং সেন্টারে বিক্ষোভ হবে। প্রয়োজনে ভোট প্রক্রিয়া পরিচালনাও ব্যাহত হতে পারে।’


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/iGrgtwM
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads