বিরাটের পর ধোনি, 'গোল্ডেন হাগ' দিয়ে ঝামেলা মেটালেন গম্ভীর https://ift.tt/qYa2uv1 - MAS News bengali

বিরাটের পর ধোনি, 'গোল্ডেন হাগ' দিয়ে ঝামেলা মেটালেন গম্ভীর https://ift.tt/qYa2uv1

ভারতীয় ক্রিকেট সমর্থকরা দুটো ফেসঅফের দিকে তাকিয়ে থাকেন। এক হচ্ছে, ও গৌতম গম্ভীর। আর দ্বিতীয়টা ও গৌতম গম্ভীর। তবে বিরাট ও গম্ভীরের মতো ধোনির সঙ্গে গৌতির কথা কাটাকাটি হয়নি। তবে দুই কিংবদন্তীর মধ্যে একটা ঠান্ডা লড়াই চলে। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালের পর থেকে এই ছবি দেখে আসছেন সমর্থকরা। এবার ধোনির পাড়ায় গম্ভীরের হারের পর ছবিটা বদলে গেল। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালের দুই নায়ক ও মহেন্দ্র সিং ধোনি। গম্ভীরের ৯৭ রান না থাকলে যেমন ভারত জিতত না তেমনই ধোনির ৯১ না থাকলেও জিতত না। কিন্তু একাধিকবার গম্ভীর এই বিষয়ে মুখ খুলেছেন এবং কিছুটা ধোনিকে বাঁকা কথা শুনিয়েছেন। ফলে দুই তারকা যখন সামনা সামনি হন সেইদিকে নজর থাকে সকলের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের পর বিরাট কোহলি ও গৌতম গম্ভীর একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। হাসিমুখে তাঁদের দেখা গিয়েছিল। তাঁরা যে অতীত ভুলে গিয়েছেন সেটা সমর্থকদের বার্তা দিয়েছেন। সমর্থকরা অনেকে মশকরা করে জানিয়েছেন, যে এই লড়াইটাও মিটে গেল। এবার সেই মজা করা সমর্থকদের দুঃখ আরও বাড়ল। কারণ চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের পর দেখা গেল মহেন্দ্র সিং ধোনি ও গৌতম গম্ভীর একে অপরের দিকে হাসিমুখে এগিয়ে গেলেন ও হাত মেলালেন। এরপর একে অপরকে জড়িয়ে ধরলেন।এই ছবিটা দেখার পর সমর্থকদের অনেকেই বলছেন, ২০১১ সাল থেকে চলতে থাকা ঠান্ডা লড়াই শেষ হল। কেউ কেউ বলছেন ২০১১ বিশ্বকাপের ফাইনালের পর। গম্ভীরের ঝামেলা মেটানোর বছর?এবার বিরাট কোহলির সঙ্গে গম্ভীর তাঁর সম্পর্ক ঠিক করে নেন। তার আগে অবশ্য সোশ্যাল মিডিয়া এবং কলকাতা নাইট রাইডার্স এই লড়াই নিয়ে আসর গরম করতে নেমে যায়। কিন্তু সেটা ঠান্ডাই থাকে। এবারও একই ছবি ছিল। কিন্তু মিটল গলা মিলিয়ে। গম্ভীর সাম্প্রতিক একাধিক সাক্ষাৎকারে, ধোনির প্রশংসা করেছেন। অতীতে তিনি ধোনিকে বাঁকা কথা বলেছেন, এখন তিনি সেটা করছেন না। এই ম্যাচে ধোনির ব্যাট থেকে ছয় দেখতে চাইছিলেন সমর্থকরা। তাই তিন রান যখন বাকি ছিল তখন রুতুরাজ ধোনিকে স্ট্রাইক দেন। কিন্তু ধোনি পাল্টা এক রান নিয়ে রুতুরাজকে স্ট্রাইক দেন। আর চার মেরে ম্যাচ জেতান CSK অধিনায়ক।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/NIYd5sv
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads