পার্থক্য গড়ল হার্দিকের শেষ ওভার, সেঞ্চুরি করেও মুম্ব‌ইকে জেতাতে ব্যর্থ রোহিত https://ift.tt/9zcDGwF - MAS News bengali

পার্থক্য গড়ল হার্দিকের শেষ ওভার, সেঞ্চুরি করেও মুম্ব‌ইকে জেতাতে ব্যর্থ রোহিত https://ift.tt/9zcDGwF

রবিবার আক্ষরিক অর্থেই আইপিএল টুর্নামেন্টের এল ক্লাসিকো ম্যাচ আয়োজন করা হয়েছে, তা চোখ বন্ধ করে বলা যেতেই পারে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচের প্রথম ইনিংসে ক্রিকেট বিশ্ব যদি ধোনি ধামাকার সাক্ষী থাকে ক্রিকেট বিশ্ব, তাহলে দ্বিতীয় ইনিংসে রোহিতের ব্যাটিং তাণ্ডব দেখতে পাওয়া গেল। মাত্র ৬১ বলে বিধ্বংসী শতরান করলেন তিনি। সেইসঙ্গে আসন্ন টি-২০ বিশ্বকাপে বিপক্ষদের যে আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন, তা বলা যেতেই পারে। কিন্তু, দুঃখের বিষয় হল রোহিতের এই শতরান মুম্বইয়ের কাজে লাগল না। শেষপর্যন্ত চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার দল ২০ রানে পরাস্ত হল।মুম্বই সমর্থকদের একাংশ মনে করছেন, এই পরাজয়ের জন্য হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বই আসলে দায়ী। প্রসঙ্গত, চেন্নাই ইনিংসের শেষ ওভারে বল করতে এসেছিলেন হার্দিক পান্ডিয়া। এই ওভারে মিচেল স্টার্কের উইকেট তিনি শিকার করলেও, তারপর ব্যাট করতে নামেন 'থালা' মহেন্দ্র সিং ধোনি। মাহি একাই এই ওভার থেকে ৪ বলে ২০ রান তোলেন। এরমধ্যে তিনটে সুবিশাল ছক্কা রয়েছে। এই ওভারে ১ উইকেটের পতন হলেও মোট ২৬ রান আসে। সমর্থকদের মতে, এই ওভারটা যদি জসপ্রীত বুমরাহর জন্য তিনি বাঁচিয়ে রাখতে পারতেন, তাহলে বোধহয় মুম্বই কিছুটা হলেও অ্যাডভান্টেজ পেতে পারত। কারণ এই ম্যাচে মুম্বই ২০ রানে পরাস্ত হয়েছে। আর হার্দিক শেষ ওভারে দিয়েছেন ২৬ রান। এটা না হলে মুম্বইয়ের জয়ের একটা সম্ভাবনা থেকেই যেত।তবে সমর্থকদের খারাপ লাগছে রোহিত শর্মার জন্য। অধিনায়কত্ব হারানোর পরেও তিনি যেভাবে দলের জন্য লড়াই করে যাচ্ছেন, তা অবশ্যই প্রশংসনীয়। চলতি আইপিএল টুর্নামেন্টে রোহিত ৬ ম্যাচে মোট ২৬১ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ১০৫ রান। সবথেকে বড় কথা তিনি ১৬৭-র স্ট্রাইক রেটে ব্যাট করে গিয়েছেন। রোহিতের এই ব্যাটিং ফর্ম যদি অব্যাহত থাকে, তাহলে আগামী টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের পোয়াবারো বলা যেতেই পারে।পাশাপাশি এই ম্যাচে আরও একটি রেকর্ড কায়েম করলেন রোহিত শর্মা। এশিয়া মহাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ ফরম্যাটে তিনি ৫০০টি ছক্কা হাঁকালেন। এই ম্যাচে রোহিতের ব্যাট থেকে মোট পাঁচটি ছক্কা দেখতে পাওয়া গিয়েছে। তবে ক্রিকেট বিশ্বের নিরিখে এই তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিস গেইল (১,০৫৬)। এরপর একে একে রয়েছেন কায়রন পোলার্ড (৮৬০), আন্দ্রে রাসেল (৬৭৮) এবং কলিন মুনরো (৫৪৮)।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা সংবাদ, বাংলা খবর - Ei Samay https://ift.tt/mSXTzIC
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads