শীঘ্রই BJP-র প্রথম প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা, থাকতে পারে কাদের নাম? https://ift.tt/64iqxcj - MAS News bengali

শীঘ্রই BJP-র প্রথম প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা, থাকতে পারে কাদের নাম? https://ift.tt/64iqxcj

লোকসভা নির্বাচন আসন্ন। নির্ঘণ্ট ঘোষণা হয়নি বটে তবে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। আশা করা হচ্ছে খুব শীঘ্রই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। সূত্রের খবর, এরই মধ্য়ে প্রস্তুত হয়ে গিয়েছে বিজেপির প্রথম প্রার্থী তালিকা। খুব শীঘ্রই তা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বৈঠক হয় বিজেপির শীর্ষ নেতৃত্বের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সংগঠনের সাধারণ সম্পাদক বিএল সন্তোষ, রাজ্য সভাপতিরা, ইনচার্ড, সহ ইনচার্জ এবং নির্বাচনের ইনচার্জরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রার্থী নির্বাচনী প্রচারের জন্য অন্তত ৫০ দিন সময় পান। বৃহস্পতিবার বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির হেভিওয়েটরা। উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, সাংসদ মোহন যাদব, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই। এছাড়াও আরও অনেক নেতা-মন্ত্রী উপস্থিত ছিলেন। উত্তর প্রদেশ, গুজরাট, মধ্য প্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানস অসম, উত্তরাখণ্ড এবং গোয়ার মুখ্য়মন্ত্রী সহ ১৭টি রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন বৈঠকে। বিজেপি সূত্রে আরও খবর, অন্তত ৬০ থেকে ৭০ জন বর্তমান সাংসদ এ বারের তালিকা থেকে বাদ পড়তে পারেন। সেই জায়গায় নতুন মুখকে সামনে আনা হতে হবে। বৈঠকে আলোচনা হয় তেলঙ্গনা, অসম ও অন্যান্য বিষয়ে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রায় ১৫৫টি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বিজেপি সূত্রের খবর, উত্তর প্রদেশের ৫০টি আসন নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রথম তালিকায় অর্ধেক নাম প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফে। এই আসনগুলির মধ্যে উত্তর প্রদেশের জোটের শরিকদের দেওয়া হয়েছে ছয়টি আসন। সূত্রের খবর, আপনা দল লড়বে ২টি আসনের জন্য, পশ্চিম উত্তর প্রদেশে রাষ্ট্রীয় লোকদল পেতে পারে ২টি আসন, বিএসপি ১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ও সঞ্জয় নিষাদের দল প্রতিদ্বন্দ্বিতা করবে ১টি আসনে। আলোচনা হয়েছে উত্তরাখণ্ডের ৫টি আসন নিয়ে। দলের প্রথম প্রার্থী তালিকায় সেই নামগুলির থাকতে পারে। সূত্রের খবর, মধ্য় প্রদেশের ২৯টি আসনের প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হয়েছে। তেলঙ্গানার ১৭টি আসনের মধ্যে চার থেকে ৫টি আসনের প্রার্থীদের নিয়ে আলোচনা হয়েছে। তাঁরা স্থান পাবেন প্রথম তালিকায়। টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তিন বর্তমান সাংসদ জি কিষান রেড্ডি, বান্দি সঞ্জয় কুমার ও অরবিন্দ ধর্মপুরী। বিজেপি সূত্রে আরও খবর, বৈঠকে আলোচনা হয়েছে অসমের লোকসভা আসনের প্রার্থীদের নাম নিয়েও। অসমের ১১টি আসনের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনায়াল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ডিব্রুগড় থেকে। অসমের আসনগুলি বরাদ্দ করা হয়েছে বিজেপির জোট এজিপি ও ইউপিপিএল-এর জন্য়। এজিপির প্রার্থী দেওয়ার কথা বরপেটা ও ধুবরি আসনে অন্যদিকে ইউপিপিএল কোকরাঝার আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বৈঠকে আলোচনা হয় জম্মু-কাশ্মীর, দিল্লি ও গোয়ার আসন নিয়েও। সূত্রের খবর, গোয়ার ২টি আসনে চূড়ান্ত হয়েছে একজন প্রার্থী। শীঘ্রই CEC-এর আরও কয়েক দফা বৈঠকের কথা রয়েছে।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/qXeQA8l
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads