কঠিন লড়াইয়ের পর নিজাম বধ, পয়েন্ট টেবিলে অনেকটা উপরে ইস্টবেঙ্গল https://ift.tt/wsIRt42 - MAS News bengali

কঠিন লড়াইয়ের পর নিজাম বধ, পয়েন্ট টেবিলে অনেকটা উপরে ইস্টবেঙ্গল https://ift.tt/wsIRt42

হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পর অবশেষে জয়লাভ করল ইস্টবেঙ্গল এফসি। শনিবার হায়দরাবাদের গাছিবাওলি স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। ম্যাচের ১১ মিনিটে লাল-হলুদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার জয়সূচক গোলটি করেছেন। আর সেইসঙ্গে ইস্টবেঙ্গলের ৩ পয়েন্টও একেবারে নিশ্চিত হয়ে যায়। পাশাপাশি পয়েন্ট টেবিলে তারা ৮ নম্বরে উঠে আসে।এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি ইন্ডিয়ান সুপার লিগে টানা ৬ ম্যাচ পর জয়লাভ করেছে লাল-হলুদ ব্রিগেড। বিশেষ করে নর্থ-ইস্ট ইউনাইটেড এবং মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে টানা হারের পর এই ম্যাচটা জেটা ইস্টবেঙ্গলের কাছে খুব দরকার ছিল।গত মাসে কলিঙ্গ সুপার কাপে শিরোপা জয় করেছিল ইস্টবেঙ্গল ফুটবল দল। তারপর থেকে এই দলটা জয়ের লক্ষ্যে কার্যত মুখিয়ে ছিল। দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত যে কোনও মূল্যে জয়ের সরণীতে ফিরতে চাইছিলেন। আর সেই জায়গা থেকে হায়দরাবাদের বিরুদ্ধে এই জয় কুয়াদ্রাতের মুখে যে স্বস্তির হাসি ফিরিয়ে আনবে, তা চোখ বন্ধ করে বলা যেতে পারে। যদিও হায়দরাবাদের অনভিজ্ঞ রক্ষণের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের আক্রমণ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে প্রশ্ন উঠছে ইস্টবেঙ্গলের দুর্বল ক্রস নিয়ে। তবে এই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে আলাদা করে নজর কাড়লেন নিশু কুমার। তিনি মাঠের বাঁ-দিক থেকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। বাঁ-দিক থেকে নিশুই বক্সের মধ্যে ক্লেইটন সিলভাকে বলটা বাড়ান। আর একটা নিখুঁত হেডে ক্লেইটন হায়দরাবাদের গোলকিপার গুরমীত সিংকে পরাস্ত করেন। আর সেইসঙ্গে ইস্টবেঙ্গলও ১-০ গোলে এগিয়ে যায়। এই ম্যাচে আবারও ইস্টবেঙ্গলের ত্রাতা হয়ে উঠলেন ক্লেইটন সিলভা। তিনি ইস্টবেঙ্গলকে আরও একবার কঠিন পরিস্থিতি থেকে বের করে আনলেন। দলকে এনে দিলেন গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট।এই জয়ের পর চেন্নাইন এফসি এবং বেঙ্গালুরু এফসি'র উপরে উঠে এল। পাশাপাশি প্লে-অফে ওঠার ক্ষেত্রে এই জয় লাল-হলুদ ব্রিগেডকে অনেকটাই অক্সিজেন দেবে। আগামী ২৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে হায়দরাবাদ। অন্যদিকে, ইস্টবেঙ্গল আগামী ২২ ফেব্রুয়ারি জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নামবে।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/nVYOicz
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads