Bengali News
Latest Bangla Sangbad
News in Bengali
বাংলা খবর - Ei Samay
from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/VSjzAc0
অ্যাপ্রুভড ছুটি বাতিল, ফোনেই ইস্তফা কর্মীর! https://ift.tt/cEPgN81
এই সময়: বহুদিন আগে অ্যাপ্লাই করা ছুটিও ইচ্ছেমতো ক্যানসেল করে দিচ্ছেন বস, এমন অভিজ্ঞতা কম-বেশি অনেকেরই হয়েছে। কিন্তু বদলা হিসেবে পত্রপাঠ চাকরিটাই ছেড়ে দেওয়া? রিলে ঘটলেও রিয়েল লাইফে এমন ঘটনা কমই ঘটে। তবে এমনই একটি ঘটনা ঘটিয়ে শোরগোল ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়ার এক যুবক। টিকটকে সম্প্রতি এমনই একটি স্টোরি শেয়ার করেছেন মাইকেল সানজ় নামে এক ইউজ়ার। ‘ব্যাড বস এক্সপেরিয়েন্স’ নিয়ে নানা ঘটনা শেয়ার করাই তাঁর নেশা। সম্প্রতি অস্ট্রেলিয়ান কর্মী নোয়েল এবং তাঁর বস নিকের মেসেজে কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেছেন মাইকেল। তাতে দেখা যাচ্ছে, প্রথম মেসেজটি বসের। তিনি জানিয়েছেন, নোয়েলের এক সহকর্মী সম্প্রতি ইস্তফা দিয়েছেন, তাঁর বিকল্প এত অল্প সময়ে খুঁজে পাওয়া সম্ভব নয়। ফলে আগামী সপ্তাহে নোয়েলের যে ছুটি পূর্ব নির্ধারিত রয়েছে, তা বাতিল করা হয়েছে। নিকের কথায়, ‘তুমি কয়েক মাস পরে ছুটিটা নিতে পারো। এইচআরকে সেই মতো ছুটি বদল করতে বলেছি। আশা করি তুমি পরিস্থিতিটা বুঝতে পারছো।’ কী ভাবে একজন বস কর্মীর সঙ্গে আলোচনা না করেই তাঁর ছুটি বাতিল করে দিতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মাইকেল নিজেই। কর্মী নোয়েলের অবশ্য বক্তব্য, তিনি কোম্পানির সমস্যা বুঝতে পারছেন, কিন্তু বালিতে তাঁর ভাইয়ের বিয়ের জন্য ছুটি নিয়েছেন তিনি। বিমানের টিকিট সাত মাস আগেই কাটা হয়ে গিয়েছে। বাচ্চারা ইতিমধ্যেই ওয়েডিং পার্টিতে পৌঁছেও গিয়েছে। নোয়েলের স্পষ্ট বক্তব্য, ‘আমি চাকরি ছাড়তে পারি, কিন্তু অনেক আগে থেকে নেওয়া ছুটির ডেট বদল করতে পারব না।’ এর পর বসের রিকোয়েস্ট, তিন সপ্তাহের ছুটি কমিয়ে তিন দিন করার। সঙ্গে কটাক্ষমূলক মেসেজ, ‘তিন সপ্তাহ বালিতে থেকে করবেই বা কী!’ বসের এই অযাচিত মন্তব্যে বেজায় চটে যান নোয়েল। স্পষ্ট বলে দেন, ‘এটা ফ্যামিলি ট্রিপ। বহু বছর পরিজনের সঙ্গে ভালো সময় কাটাইনি। তিন বছর বড় কোনও ছুটিই নিইনি আমি। আর ছুটি কী ভাবে কাটাব, সেটা আমার বিষয়, কেউ তাতে নাক গলাতে পারে না। প্রয়োজনে আমার সহকর্মীর অস্থায়ী কোনও রিপ্লেসমেন্ট খুঁজে নিন। ছুটিতে যাওয়ার আগে পর্যন্ত আমি ওভারটাইম খাটতেও রাজি।’ কিন্তু বসও জানিয়ে দেন, কিছু করার নেই। নোয়েলের ছুটি বাতিল। শেষ মেসেজে নোয়েলও জানিয়ে দেন, তাঁর পক্ষে আর এই কোম্পানিতে কাজ করা সম্ভব নয়। আগামী সপ্তাহ থেকে নেওয়া ছুটি তিনি আজ থেকেই নিচ্ছেন। কোম্পানি যেন তাঁরও রিপ্লেসমেন্ট খুঁজে নেয়! পোস্টটি দেখে নোয়েলের সাহসের প্রশংসাই করেছেন বেশিরভাগ নেটিজেন। একজন মজা করে লিখেছেন, ‘এর থেকে নোয়েলের সহকর্মীকেই এখন ইস্তফা দিতে বারণ করতে পারতেন বস!’
from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/VSjzAc0
Previous article
Next article
Leave Comments
Post a Comment