লোকালয়ে বাঘ খুঁজতে ট্র্যাপ ক্যামেরা https://ift.tt/2re89MZ - MAS News bengali

লোকালয়ে বাঘ খুঁজতে ট্র্যাপ ক্যামেরা https://ift.tt/2re89MZ

এই সময়, পাথরপ্রতিমা: গত তিন মাস ধরে এলাকায় বাঘের আতঙ্ক রয়েছে। এই আতঙ্কের জেরে চাষাবাদ থেকে নদীতে মাছ ধরা বন্ধ রয়েছে এলাকার বাসিন্দাদের। ফলে রুজি রোজগারে টান পড়েছে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মানুষের। লোকালয় সংলগ্ন জঙ্গলে বাঘ ঢোকা আটকাতে এলাকার বাসিন্দারা গণস্বাক্ষর সম্মিলিত স্মারকলিপি তুলে দিয়েছিলেন পাথরপ্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের কাছে। স্থানীয় বাসিন্দাদের সেই দাবি পঞ্চায়েতের পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন-সহ বন দপ্তরে জানানো হয়েছিল। এর পরই নড়েচড়ে বসে বন দপ্তর। একটি বৈঠকের পর এলাকায় ৬টি ট্র্যাপ ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছে। সাধারণত সুন্দরবনের কোর এরিয়ায় বাঘের সংখ্যা জানতে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়। লোকালয় সংলগ্ন জঙ্গলে বাঘের গতিবিধি জানতে এ ভাবে ট্র্যাপ ক্যামেরা বসানোর নজির বড় একটা নেই। সম্প্রতি এই নিয়ে শ্রীধরনগর পঞ্চায়েত অফিসে একটি বিশেষ বৈঠক করেন বন দপ্তরের আধিকারিক ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। শ্রীধরনগরের থেকে ঠাকুরান নদীর পূর্ব দিক বরাবর জঙ্গল ধরে উপেন্দ্রনগর তমলুকপাড়া পর্যন্ত বাঘের বিচরণস্থল বলে দাবি করছেন এলাকার বাসিন্দারা। ধঞ্চির জঙ্গল থেকে ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ের জঙ্গলে বাঘের এই আসা যাওয়ার পাশাপাশি ঘোরাঘুরির জায়গায় তিনটি পর্যায়ে ৬টি ট্র্যাপ ক্যামেরা লাগানোর বিষয় নিয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন দপ্তরের তরফে জানানো হয়েছে, ওই এলাকায় ট্র্যাপ ক্যামেরা লাগানো হবে। ক্যামেরাগুলি দেখাশোনা করবেন গ্রামবাসী ও পঞ্চায়েত। ওই ট্র্যাপ ক্যামেরার ছবি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন অভিজ্ঞ বনকর্মীরা। পাশাপাশি লোকালয়ের জঙ্গল লাগোয়া শ্রীধরনগরের ওই এলাকা জাল দিয়েও ঘিরে রাখা হয়েছে। ধঞ্চি জঙ্গল লাগোয়া ঠাকুরান নদীতে বন দপ্তরের কর্মীরা রাতেও লঞ্চে করে পাহারা দিচ্ছেন। দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) বলেন, ‘এলাকার বাসিন্দাদের বাঘের আতঙ্ক কাটাতে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে বৈঠক হয়েছে। আতঙ্কগ্রস্ত মানুষের কথা মাথায় রেখে আপাতত তিনটি পয়েন্টে ৬টি ক্যামেরা লাগানো হচ্ছে। বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার জন্য এলাকায় বনকর্মীরাও মোতায়েন রয়েছে।’ এতদিন পর বন দপ্তরের এই সিদ্ধান্তে খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এই সিদ্ধান্ত যদি আগে নিত বনদপ্তর, তা হলে হয়তো গত তিনটে মাস আতঙ্কে কাটাতে হতো না।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/xCF4se5
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads