Bengali News
Latest Bangla Sangbad
News in Bengali
বাংলা খবর - Ei Samay
from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/5HInzFM
প্যাচপ্যাচে গরম শুরু, বৃষ্টির ভ্রুকুটি কোন জেলায়? বড় আপডেট আবহাওয়ার https://ift.tt/LdmoS51
তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝিতে শীতকে চলতি মরশুমে চির বিদায় জানালাম আমরা? লেপ -কম্বল-সোয়েটার আলমারিতে তুলে রাখার পালা। তাপমাত্রার হেরফের অনেকটা সেরকমই ইঙ্গিত দিয়েছে। সরস্বতী পূজায় কলকাতা এবং রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি এলেও নতুন করে বৃষ্টির কোনও সম্ভাবনা আছে? জানাল আলিপুর আবহাওয়া দফতর। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য থাকছে অনেকটাই। সারাদিন শীতের সেরকম প্রভাব না থাকলেও রাতের দিকে হালকা ঠান্ডার কিছুটা প্রভাব থাকছে। তবে আগামী সপ্তাহ থেকেই গোটা বাংলায় আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তাপমাত্রার পারদ অনেকটাই বাড়বে উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলায়। কলকাতার আবহাওয়া কেমন?শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। এদিন কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রবিবারও ১৮ ডিগ্রির ঘরে থাকবে বলে জানানো হয়েছে। তবে ফের সোমবার, মঙ্গলবার থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। কলকাতায় রাতের তাপমাত্রা হবে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা হবে ৩০ ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি। তাপমাত্রার পারদ আরও উপরেও থাকতে পারে বলে জানানো হয়েছে।দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন?দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তবে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে আরও দিনতিনেক শীতের ভাব থাকবে বলে খবর। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, নদিয়া জেলায় সোমবার থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় কিছু কিছু অঞ্চল বিশেষ সকলের দিকে কুয়াশার প্রভাব থাকতে পারে। কোনও জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন?হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আর কদিন কিছুটা শীতের আমেজ থাকবে। ১৯-২০ ফেব্রুয়ারি ফের দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বুধবার উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন শুষ্ক আবহাওয়া থাকলেও সপ্তাহের মাঝে ফের ভিজতে পারে উত্তরের জেলাগুলি। চলতি মরশুমে বেশ কিছুটা সময় অতিরিক্ত থেকে গেল শীতের আমেজ। তাপমাত্রার বেশ কিছুটা হেরফের হয় ফেব্রুয়ারির প্রথম থেকেই। শীতের মাঝেও গোটা বঙ্গ জুড়ে বৃষ্টিও সহ্য করতে হয় বঙ্গবাসীকে। দক্ষিণের জেলা গুলোতে যদিও আর নতুন করে বৃষ্টির খাঁড়া নেই। তবে দুই দিন বাদে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতা সহ গোটা বঙ্গেই এবার গরমের আগমন।
from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/5HInzFM
Previous article
Next article
Leave Comments
Post a Comment