Bengali News
Latest Bangla Sangbad
News in Bengali
বাংলা খবর - Ei Samay
from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/RyS3gds
ভোটে ভুয়ো প্রচার রুখতে কমিশন এআই কাজে লাগাবে https://ift.tt/Vn9QsBN
তাপস প্রামাণিক অবাধ ও সুষ্ঠ ভোটের জন্য নির্বাচন কমিশনের অনত্যম হাতিয়ার হতে চলেছে এআই () প্রযুক্তি। এই প্রযুক্তির সদ্বব্যবহার করতে এই প্রথম কমিশনের অধীনে আলাদা বিভাগ খোলা হয়েছে। কমিশনের কর্তারা জানাচ্ছেন, ব্যবহার করে ভোটের সময়ে নানা ভুয়ো খবর, ছবি এবং অডিয়ো বার্তা প্রচার করা হয়। তার উপর নজরদারি করা কমিশনের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। সে জন্য কমিশন আলাদা কর্মী নিয়োগ করলেও কাজ তেমন হয় না। সে জন্য এআই প্রযুক্তিকে কাজে লাগানো হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে কোনও মিথ্যা এবং ভুয়ো খবর ছড়ানো হচ্ছে কি না, সেটা এআই প্রযুক্তির সাহায্যে চিহ্নিত করা হবে। সেইমতো অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। সোশ্যাল মিডিয়া থেকে সেই সব ভুয়ো খবর যাতে সরিয়ে নেওয়া হয় সে জন্য কমিশন থেকে পদক্ষেপ করা হবে। দরকার হলে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করার আদেশ দেবে কমিশন।ভোট প্রক্রিয়ায় নজরদারির জন্য ওয়েবকাস্ট ব্যবস্থা চালু করেছে কমিশন। তার মাধ্যমে কমিশনের অফিসে বসেই বুথে কী ঘটছে, সেটা সরাসরি দেখা যায়। এই কাজটা আরও সুচারু ভাবে করতে এবারই প্রথম এআই প্রযুক্তি ব্যবহার করা হবে। কমিশনের এক আধিকারিকের ব্যাখ্যা, ভোটের সময়ে এক পক্ষ অপর পক্ষকে বিপাকে ফেলতে ছবি এডিট করে একজনের মুখ অন্যের মুখে বসিয়ে দেয়। অনেক সময়ে আবার নেতাদের কণ্ঠস্বর অদলবদল করে বিকৃত প্রচার চালানো হয়। নানা ধরনের উস্কানিমূলক অডিয়ো বার্তা ছড়িয়ে দেওয়া হয়। তা নিয়ে গুচ্ছ অভিযোগ জমা পড়ে। এর সত্যতা খুঁজে বের করতে অনেকটা সময় লাগে। ভোট চলাকালীন কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে না কমিশন। ফলে অপরাধীরা পার পেয়ে যায়। এআই প্রযুক্তির সাহায্যে বিভিন্ন বিষয়ের উপর মুহূর্তের মধ্যে ছবি এবং ভিডিয়ো বানানো যায়। ফলে এবারের ভোটে তথ্য বিকৃতির যথেষ্ট আশঙ্কা রয়েছে। তাকে ঠেকাতে এআই প্রযুক্তিকেই কাজে লাগাতে চাইতে কমিশন। লোকসভা ভোটে কবে ঘোষণা হবে, তা নিয়ে এই মুহূর্তে সবাই উৎকণ্ঠায় রয়েছেন। কমিশনের তরফে অবশ্য এখনও সুস্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। সম্ভবত ১৩ মার্চের মধ্যে ভোট প্রস্তুতি খতিয়ে দেখার কাজ শেষ করবে ফুল বেঞ্চ।
from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/RyS3gds
Previous article
Next article
Leave Comments
Post a Comment