বাঁদরদের জন্য মিনি-সিটি জর্জিয়ায়! চাপে প্রতিবেশীরা https://ift.tt/oMtwgNe - MAS News bengali

বাঁদরদের জন্য মিনি-সিটি জর্জিয়ায়! চাপে প্রতিবেশীরা https://ift.tt/oMtwgNe

এই সময়: ২০০ একরের একটা মিনি-সিটি। একেবারে প্ল্যানড সিটি যাকে বলে। তবে, মানুষের জন্য নয়, এই শহর তৈরি হবে বাঁদরদের জন্য! ইউএসের জর্জিয়ায় বাঁদরদের জন্য এমনই একটি শহর তৈরির পরিকল্পনা চলছে, যা ঘিরে প্রতিবাদে সরব স্থানীয় বাসিন্দা এবং পশুপ্রেমী সংগঠনগুলো।সূত্রের খবর, ‘সেফার হিউম্যান মেডিসিন’ প্রায় ৩৯.৬ কোটি ডলার খরচ করে এই শহর তৈরির পরিকল্পনা করেছে। রাখা হবে ৩০ হাজার ম্যাকাওকে, যাদের উপর চলবে মেডিক্যাল রিসার্চ। কিন্তু বেনব্রিজের বাসিন্দাদের দাবি, অবিলম্বে মাঙ্কি-সিটি তৈরির কাজ বন্ধ করতে হবে। বেনব্রিজে প্রায় ১৫ হাজার মানুষের বাস। তাঁদেরই একজন টেড লি-র কথায়, ‘এরা এদিক-ওদিক ঢুকে পড়ে, তার উপর আবার ৩০ হাজার! বাঁদরের উৎপাতে আমাদেরই তো শহরছাড়া হতে হবে।’ অন্য বাসিন্দা ডেভিড বারবেরের বক্তব্য, ‘কেউ নিশ্চয়ই ৩০ হাজার বাঁদরের প্রতিবেশী হতে চাইবে না। আমাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে?’ অবশ্য অন্য কারণে বাঁদরের শহর তৈরির বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, মেডিক্যাল টেস্টের জন্য এমন প্রিমিটিভদের বংশবৃদ্ধি ঘটানো নৃশংসতা। পশু অধিকার রক্ষাকর্মী ক্যাথলিন কনলির কথায়, ‘এর ফলে জঙ্গলে আর বাঁদরগুলো মানিয়ে নিতে পারবে না। ওদের এ ভাবে জঙ্গল থেকে এনে কংক্রিটের ভিড়ে ছেড়ে দেওয়া যায় না। স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ, এই শহর তৈরির পরিকল্পনা ছেড়ে পশু এবং মানুষ— দু’পক্ষকেই বাঁচতে দিন।’ পেটা-র দাবি, এই শহর তৈরির অনুমতি দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন বেনব্রিজের বাসিন্দারা। ‘সেফার হিউম্যান মেডিসিন’ আবার খোলা চিঠি লিখে স্থানীয়দের জানিয়েছে, বড় ঘরে ম্যাকাওগুলো স্বচ্ছন্দে ঘুরেফিরে বেড়াতে পারবে। তাদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই রাখা হবে। ফলে, বাঁদরগুলো কোনও ঝামেলা করবে না, তাদের থেকে রোগও ছড়াবে না। তবে এই আশ্বাসে বিতর্ক থামছে না।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/Sx8gi0O
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads