Bangla News
Bangla Sangbad
Latest Bengali News
News in Bengali
বাংলা খবর - Ei Samay
from Bangla News, Latest Bengali News, Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/G9ESkwC
শীতের ‘সুপার ওভার’! দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা? https://ift.tt/VITlmSj
মনোরম আবহাওয়া শহর কলকাতায়। নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে তাপমাত্রার পারদ এক ধাক্কায় নামতে পারে অনেকটাই। কুয়াশার দাপট দেখা যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিঙে হতে পারে হালকা বৃষ্টিপাত। কেমন থাকবে ?তিলোত্তমায় শীতের আমেজ। আপাতত শহরে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। শহরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিক। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫৭ শতাংশ। আগামী কয়েকদিন শহরের আবহাওয়ার বিশেষ বদলের সম্ভাবনা নেই। তাপমাত্রাও কিছুটা একই রকম থাকবে। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সকাল থেকে আকাশ কুয়াশাছন্ন থাকতে পারে অধিকাংশ জেলার। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা। আপাতত চার থেকে পাঁচ দিন মনোরম পরিবেশ থাকবে বলে মনে করছেন আবহবিদরা। মাঝারি ঘন কুয়াশার দাপট দেখা যাবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতাও। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে শীত চলতি বছর সেভাবে পড়েনি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলে ফের হাড়কাঁপানো ঠান্ডা কবে পড়বে, সেই দিকে তাকিয়ে শীতপ্রেমীরা। সূত্রের খবর, সপ্তাহান্তে ফের আবহাওয়া বদলাতে পারে। ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই থাকবে কুয়াশার দাপট। মালদা ও দিনাজপুরে অপেক্ষাকৃত বেশি থাকবে। এছাড়াও জলপাইগুড়ি ও কোচবিহারেও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি রয়েছে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। এর প্রভাব পড়বে দার্জিলিঙের পার্বত্য এলাকায়। দার্জিলিং এবং কালিম্পঙে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। মালদা ও দিনাজপুরে সকালের দিকে কোল্ড ডে পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে অবস্থান করছে। উত্তর-পশ্চিম ভারতে আসছে জোড়া পশ্চিমি ঝঞ্ঝা।
from Bangla News, Latest Bengali News, Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/G9ESkwC
Previous article
Next article
Leave Comments
Post a Comment