কনভয়ে অন্য গাড়ি ঢুকল কী করে? মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়ে বৈঠকে রাজীব কুমার https://ift.tt/RLHSJtc - MAS News bengali

কনভয়ে অন্য গাড়ি ঢুকল কী করে? মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়ে বৈঠকে রাজীব কুমার https://ift.tt/RLHSJtc

মুখ্যমন্ত্রীর কনভয়ে অযাচিত গাড়ি ঢুকল কী করে? মুখ্যমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশের মধ্যে কী সমন্বয়ের অভাব ছিল? পুরো বিষয়টি যাচাই করতে মুখ্যমন্ত্রীর সিকিউরিটির দায়িত্বে থাকা একাধিক অফিসার এবং জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।বুধবার বর্ধমান সফরে গিয়ে সড়ক পথে ফেরার সময় চোট পান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে চোট লাগে তাঁর। তবে পুলিশের কাছে চিন্তার বিষয়, মুখ্যমন্ত্রীর কনভয়ের মাঝখানে দ্রুত গতিতে এরকম ভাবে একটি গাড়ি কী করে চলে আসে? বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করে দেখবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।সেই মোতাবেক বৃহস্পতিবার সব জেলার পুলিশ সুপার, একাধিক পুলিশ কমিশনারেট, মুখ্যমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার। বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ডিরেক্টর তথা সিনিয়র আইপিএস অফিসার পীযূষ পাণ্ডে, এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম সহ অন্যান্য পুলিশ কর্তারা। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে যে গাড়িটি চলে আসে সেটি পুলিশেরই একটি গাড়ি ছিল। জেলার পুলিশ সুপার আমনদীপের এসকর্ট কার ছিল বলে পুলিশের একটি সূত্র জানাচ্ছে। পুলিশের গাড়ি কেন কনভয়ের মধ্যে ঢুকল, প্রশ্ন উঠতে শুরু করেছে। মুখ্যমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের মধ্যে সমন্বয়ের অভাব ঘটল কী ভাবে, প্রশ্ন উঠেছে পুলিশ মহলের মধ্যেই। বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে এদিন ডিজি বৈঠক করেন। বুধবার বর্ধমান জেলার গোদরা মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের সভা ছিল মুখ্যমন্ত্রীর। কলকাতা থেকে হাওড়া ডুমুরজলা হয়ে হেলিকপ্টার করে সভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী। তবে ফেরার সময় আবহাওয়া খারাপ থাকায় হেলিকপ্টার করে ফেরার পরিকল্পনা বাতিল করা হয়। সড়ক পথে ফেরার সময় জিটি রোড ওঠার মুখেই হয় বিপত্তি। মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে একটি গাড়ি চলে আসায় আচমকা ব্রেক কষতে হয় মুখ্যমন্ত্রীর গাড়িকে। গাড়ির সামনের আসনেই ছিলেন মুখ্যমন্ত্রী। ড্যাশ বোর্ডের সঙ্গে কপাল ঠুকে গিয়ে আঘাত পান মুখ্যমন্ত্রী। ওই গাড়ি করেই কলকাতায় ফিরে আসেন তিনি। নিজের চোটের ব্যাপারে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপাল টনটন করছিল, গা বমি ভাব লাগছিল বলে জানান তিনি নিজেই।


from Bangla News, Latest Bengali News, Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/y18AO7b
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads