লোকসভা ভোটের পর গ্রেফতার হবেন রাহুল! হুঁশিয়ারি হিমন্তর https://ift.tt/3U2A1SH - MAS News bengali

লোকসভা ভোটের পর গ্রেফতার হবেন রাহুল! হুঁশিয়ারি হিমন্তর https://ift.tt/3U2A1SH

গুয়াহাটি: অসমে '' নিয়ে কংগ্রেস-বিজেপি ঝামেলা থামছে না। মঙ্গলবারই সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে 'হিংসা ছড়ানো ও লকশাল ট্যাকটিসে উস্কানিমূলক ভাষণ' দেওয়ার অভিযোগে এবং তাঁর সঙ্গী কংগ্রেস নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল অসম পুলিশ। বুধবার তার পরিপ্রেক্ষিতে হিমন্ত হুঁশিয়ারি দিলেন, লোকসভা ভোটের পালা শেষ হলেই রাহুলকে গ্রেফতার করবে তাঁর পুলিশ। তিনি বলেন, 'আমরা একটি 'সিট' গঠন করে মামলাটির তদন্ত করাব। লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরে আমরা তাঁকে (রাহুল) গ্রেফতার করব।' পাল্টা বলেছেন সনিয়া-পুত্রও। তিনি এ দিন ফের একবার হিমন্তকে 'সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী' বলে চ্যালেঞ্জ ছোড়েন, 'আপনার পুলিশ যত পারে এফআইআর করুক। আমি ভয় পাই না। মানুষের ন্যায় সুনিশ্চিত করে তবেই আমরা থামব।'হিমন্তকে এ দিন সাংবাদিকরা প্রশ্ন করেন, রাহুলকে এখনই কেন গ্রেফতার করা হচ্ছে না? তার জবাবে তিনি সাফ বলেন, 'এখনই গ্রেফতার করা হলে ওঁরা বিষয়টিতে রাজনৈতিক প্রচারের হাতিয়ার করবেন।' হিমন্তের অভিযোগ, অসমকে অশান্ত করে তুলতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ছক কষেই 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' নিয়ে সে রাজ্যে গিয়েছেন রাহুল।ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে চিন্তিত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি এই বিষয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি রাহুল গান্ধী এবং যাত্রায় অংশগ্রহণকারী বাকিদের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করার দিকে জোর দিলেন। চিঠিতে তিনি লেখেন, 'রাহুল গান্ধী জ়েড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পান। তবে তা হয়তো ভুলে গিয়েছে অসম পুলিশ। বিজেপি সমর্থকরা কংগ্রেসের যাত্রা আটকে দিয়েছে এবং অসম কংগ্রেসের প্রধান ভূপেন বোরাকেও নিগ্রহ করেছে।' যে ভাবে বিজেপি সমর্থকরা রাহুল গান্ধীর কাছে পৌঁছে গিয়েছে তারও নিন্দা করেছেন কংগ্রেস সভাপতি।


from Bangla News, Latest Bengali News, Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/NL2MWjV
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads