বিদায় বক্সিং, অবসর নিয়েও আক্ষেপ রইল মেরি কমের https://ift.tt/P6qMOIB - MAS News bengali

বিদায় বক্সিং, অবসর নিয়েও আক্ষেপ রইল মেরি কমের https://ift.tt/P6qMOIB

অবসর গ্রহণ করলেন ভারতের কিংবদন্তী মহিলা বক্সার মেরি কম। বুধবার (২৪ জানুয়ারি) রাতে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিশেষত, বয়সের কারণেই আন্তর্জাতিক বক্সিংকে তিনি বিদায় জানালেন। ৪১ বছর বয়সি মেরি বলেন, 'বয়সের কারণে কার্যত বাধ্য হয়েই অবসর গ্রহণ করলাম।' সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন অবসর গ্রহণ করলেও জেতার খিদেটা এখনও তাঁর মধ্যে সেই আগের মতোই রয়েছে।অবসর প্রসঙ্গে কী বললেন ?মেরি কম নিজের অবসর প্রসঙ্গে বললেন, 'আমার মধ্যে এখনও জেতার খিদেটা রয়েছে। কিন্তু, দূর্ভাগ্যক্রমে বয়সের উর্ধ্বসীমা শেষ হওয়ার কারণে আমি আর কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারব না। আমি আরও খেলতে চেয়েছিলাম। কিন্তু, বয়সের উর্ধ্বসীমার কারণে আমাকে কার্যত বাধ্য হয়েই অবসর গ্রহণ করতে হচ্ছে। আমাকে অবসর নিতেই হবে। আর সেই সিদ্ধান্তটা গ্রহণ করে ফেললাম।' সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, 'একটি অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আমি জীবনে সব সাফল্য অর্জন করে ফেলেছি।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বক্সিং ইতিহাসে মেরি কম প্রথম মহিলা হিসেবে ৬ বার বিশ্ব খেতাব জয় করেছেন। এছাড়া তিনি পাঁচবার এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১৪ এশিয়াডে ভারতের প্রথম মহিলা বক্সার হিসেবে মেরি সোনার পদক জয় করেছিলেন। এক নজরে দেখে নিন মেরির কেরিয়ারদেশের সবথেকে অভিজ্ঞ মহিলা বক্সার মেরি কম ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন। তাঁর সাফল্যের ঝুলিতে আরও বহু রেকর্ডই রয়েছে। মাত্র ১৮ বছর বয়সে পেনসিলভানিয়ায় আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের হাত ধরেই বক্সিং জগতে পা রেখেছিলেন তিনি। এই টুর্নামেন্টে নিজের পারফরম্যান্সের জোরে মেরি সকলের নজর কেড়েছিলেন। ৪৯ কেজি ক্যাটেগরিতে তিনি ফাইনালেও জায়গা তৈরি করে নেন। ফাইনাল ম্যাচে মেরি হেরে গেলেও তাঁর প্রতিভা নিয়ে গোটা বিশ্বে ততক্ষণে কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। তিনি যে ভবিষ্যতে তারকা বক্সার হতে চলেছেন, তা নিয়েও অনেকে আশা দেখতে শুরু করেছিলেন। এরপর সময় যত এগিয়েছে, মেরির সাফল্যের তালিকা ততই দীর্ঘায়িত হয়েছে। AIBA মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনার পদক জয় করেছিলেন তিনি। ২০০৫, ২০০৬, ২০০৮ এবং ২০১০ সালে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাবও জয় করেন। ২০০৮ সালে খেতাব জয়ের পর মেরি যমজ সন্তানের জন্ম দেন এবং আচমকাই বিরতি ঘোষণা করেছিলেন।২০১২ সালে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ের পর মেরির তৃতীয় সন্তানের জন্ম হয়। এরপর ফের তিনি সাময়িক বিরতি নিয়েছিলেন। তবে যখন কামব্যাক করেন ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শীর্ষে নিজের জায়গাটা পাকা করে ফেলেন। ষষ্ঠ বিশ্ব খেতাব জয়ের সময় তিনি ইউক্রেনের হান্না আখোটাকে ৫-০ ব্যবধানে পরাস্ত করেন। এক বছর পর তিনি অষ্টম বিশ্ব পদকও জয় করেছিলেন। নারী-পুরুষ নির্বিশেষে এতগুলো পদক আর কোনও বক্সার জিততে পারেননি।


from Bangla News, Latest Bengali News, Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/9Om4b1H
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads