নব প্রশাসনিক ভবন এবার পূর্ব বর্ধমানেও https://ift.tt/9p731ki - MAS News bengali

নব প্রশাসনিক ভবন এবার পূর্ব বর্ধমানেও https://ift.tt/9p731ki

এই সময়, বর্ধমান: এবার বর্ধমানও পাচ্ছে নব প্রশাসনিক ভবন। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ারের মতো দক্ষিণবঙ্গের এই গুরুত্বপূর্ণ জেলা সদরেও তৈরি হয়েছে প্রশাসনিক ভবন। আজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হচ্ছে ৮.০৩ কোটি টাকায় নির্মিত এই ভবনের।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নতুন এই ভবনে পূর্ত, স্বাস্থ্যর মতো বেশ কিছু দপ্তর কাজ করবে। এমনিতে জেলা সদর থেকে পূর্ত দপ্তর দূরে হওয়ায় নিয়মিত সমন্বয়ের অভাব দেখা যেত। সেই সমস্যা এবার মিটবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে জেলা স্বাস্থ্য দপ্তরের একটি অফিসও উঠে আসছে নতুন এই ভবনে। সূত্রে জানা গিয়েছে, দপ্তরের ফুড অ্যান্ড সেফটি বিভাগ কাজ করবে এখান থেকে। জেলা প্রশাসন জানিয়েছে, ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন দপ্তরকে এক ছাদের নীচে নিয়ে আনতে তৈরি করা হয়েছে এই ভবন। এতে সুবিধা হবে মানুষেরও।আজ বর্ধমানে গোদার বালি মাঠের সভায় স্বাস্থ্য ক্ষেত্রেও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে ১.০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বর্ধমান মেডিক্যাল কলেজের অক্সিজেন সরবরাহ ভবন। এক কোটি টাকা খরচ করে বসানো হচ্ছে এন্ডোস্কোপি যন্ত্র। বর্ধমান মেডিক্যাল কলেজে ৬ কোটি টাকা খরচ করে তৈরি নতুন ট্রমা কেয়ার ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আধুনিক হচ্ছে মেডিক্যাল কলেজের ছাত্রাবাস। এর জন্য খরচ হয়েছে ৪ কোটি। বর্ধমান থেকেই উদ্বোধন করা হবে কাটোয়া মহকুমা হাসপাতালের ১০০ শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতাল ভবনের। এই প্রকল্পে ব্যয় হয়েছে ১২.১৬ কোটি। প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি উপভোক্তাদের হাতে সরাসরি সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদনকারীদের মধ্যে পূর্ব বর্ধমানের ৩০ ও পশ্চিম বর্ধমানের ২০ জনের হাতে সরাসরি সুবিধা তুলে দেবেন তিনি। সব মিলিয়ে মোট ৩ লক্ষ ২৬ হাজার ২৮১ জন আবেদনকারী সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ৩ জন অতিরিক্ত পুলিশ সুপার, ১০ জন ডিএসপি ছাড়াও হাজার দুয়েক পুলিশ মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে।


from Bengali News, Bangla Sangbad, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay https://ift.tt/U4t3BGn
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads