Bangla Sangbad
Bengali News
Breaking Bangla Khobor - Ei Samay
Latest Bengali News
News in Bangla
বাংলা খবর
from Bengali News, Bangla Sangbad, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay https://ift.tt/XLOZHRP
১৯০০ জন মহিলার কাজের সুযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে https://ift.tt/puF96ni
এই সময়, বারাসত: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যার তুলনায় এতদিন কর্মীর সংখ্যা অনেকটা কম ছিল। ফলে কর্মীর অভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে বুনিয়াদি শিক্ষা নিয়ে বিস্তর অভিযোগও সামনে এসেছে। এ বার জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষার পরিকাঠামোগত উন্নয়নে উদ্যোগী হলো উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। এতদিন শিক্ষাগত যোগ্যতা দেখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী এবং সহায়িকা নিয়োগ হতো। এ বার সমান শিক্ষাগত যোগ্যতার মাপাকাঠিতেই জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা এবং করতে চলেছে জেলা প্রশাসন। এই দুই পদে ১৯০০ জনকে নিয়োগ করা হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে। এর মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর পদের জন্য নিয়োগ হবে ১৬০০ জন। ৩০০ জনকে সহায়িকা পদেও নিয়োগ করা হবে। নিয়োগের প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু করে দিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা।আগামী ২৯ জানুয়ারি নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করতে চলেছে জেলা প্রশাসন। বিজ্ঞপ্তির পর ২৫ দিন ধরে চলবে আবেদন গ্রহণ। তার পর পরীক্ষার মাধ্যমে জেলায় মোট ১৯০০ জনকে নিয়োগ করা হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলায় রয়েছে ১০,৩৬৮টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বিভিন্ন জায়গায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা নিয়ে মাঝেমধ্যেই বিভিন্ন অভিযোগ ওঠে। অভিযোগ, কোথাও ক্লাস হয় গাছের তলায়। কোথাও ক্লাস হয় ভাঙা বাড়িতে। জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে বুনিয়াদি শিক্ষা ও ঠিকঠাক পরিষেবার জন্য এ বার ঢালাও নিয়োগ করতে চলেছে সংশ্লিষ্ট বিভাগ। এতদিন পর্যন্ত আইসিডিএস কর্মী নিয়োগের জন্য বাধ্যতামূলক ছিল উচ্চ মাধ্যমিক পাশ। আর সহায়িকা নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ছিল মাধ্যমিক পাশ।কিন্তু এ বার সহায়িকা বা কর্মী নিয়োগের দু’টি ক্ষেত্রেই বাধ্যতামূলক করা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ। বয়সের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। আগে আবেদনকারীদের বয়স হতে হতো ১৮ থেকে ৪৫। কিন্তু এ বার বয়সসীমা কমিয়ে করা হয়েছে ১৮ থেকে ৩৫ বছর।জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, ‘আমরা দ্রুত এই নিয়োগ করতে চাইছি। সব মিলিয়ে মোট ১৯০০ জন মহিলাকে আমরা কাজের সুযোগ দিতে পারব। আর এই প্রক্রিয়া আগামী মাসের মধ্যে হয়ে যাবে। গ্রামীণ ও শহর দু’টি এলাকাতেই নিয়োগ হবে। নিয়োগ কমিটির চেয়ারম্যান জেলাশাসক। স্বচ্ছ ভাবে নিয়োগের জন্য রাজ্য সরকার এ ক্ষেত্রে পোর্টাল তৈরি করেছে। তাতে আবেদনকারীদের সমস্ত তথ্য আপলোড করতে পারবেন।’ জেলা প্রশাসনের এক কর্তা বলেন, ‘এক জন আবেদনকারী দু’টি ক্ষেত্রে আবেদন করতে পারবেন কি না, তা নিয়ে এখনও স্পষ্ট নির্দেশিকা আসেনি।’
from Bengali News, Bangla Sangbad, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay https://ift.tt/XLOZHRP
Previous article
Next article
Leave Comments
Post a Comment