উজবেকিস্তানের কাছে হার, এশিয়ান কাপের 'স্বপ্নভঙ্গ' সুনীলদের? https://ift.tt/f0xHCaP - MAS News bengali

উজবেকিস্তানের কাছে হার, এশিয়ান কাপের 'স্বপ্নভঙ্গ' সুনীলদের? https://ift.tt/f0xHCaP

উজবেকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দলকে যে সমস্যার মুখে পড়তে হবে, সেটা আগে থেকেই জানা ছিল। কিন্তু এভাবে যে সুনীল ছেত্রীর দলকে নিয়ে তারা 'ছেলেখেলা' করবে, সেটা বোধহয় কেউ আঁচ করতে পারেননি। বৃহস্পতিবার সেই লজ্জার দৃশ্যের সাক্ষী থাকলেন হাজার হাজার ভারতীয় ফুটবল সমর্থকরা। উজবেকিস্তানের বিরুদ্ধে ৩-০ গোলে লজ্জার হার শিকার করে নিল ভারতীয় ফুটবল দল। আর সেইসঙ্গে এএফসি এশিয়ান কাপে পরের রাউন্ডে যাওয়ার দরজাও ভারতের সামনে কার্যত বন্ধ হয়ে গেল বলেই দাবি করতে শুরু করেছেন ভারতীয় ফুটবল সমর্থকদের একাংশ। ইতিপূর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা ২-০ গোলে হেরে গিয়েছিল। গ্রুপ পর্বে টিম ইন্ডিয়াকে সিরিয়ার বিরুদ্ধে খেলতে হবে। সমর্থকদের একাংশের দাবি, এই ম্যাচে জিতলেও পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে হিসেব কিন্তু বলছে একেবারে অন্য কথা। সুনীলদের সামনে রাস্তা কঠিন হলেও দরজা কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়নি। সিরিয়ার বিরুদ্ধে ভারত জিততে পারলে একটা সুযোগ অন্তত তৈরি হবে। কারণ পরের রাউন্ডে তিনটে দল উঠতে পারবে। যদিও বি গ্রুপে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত একেবারে তলানিতে রয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে সিরিয়া এবং উজবেকিস্তান। এই পরিস্থিতিতে শেষ ম্যাচে টিম ইন্ডিয়া যে জয় ছাড়া আর কিছুই কল্পনা করতে পারবে না, আর সেটাও বড় ব্যবধানে, তা বলাই বাহুল্য। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, উজবেকিস্তান ফুটবল দলকে 'সাদা নেকড়ে' বলা হয়ে থাকে। সত্যি কথা বলতে কী, এই ম্যাচে তারা শিকারী নেকড়ের মতোই পারফরম্যান্স করল। ম্যাচের শুরুতেই মাত্র ৪ মিনিটে উজবেকদের হয়ে প্রথম গোলটা করলেন আব্বোসবেক ফায়জুলায়েভ। সেই গোলের রেশ কাটতে না কাতেই ১৮ মিনিটে ব্যবধান বাড়ালেন সারগিভ। অবশেষে ৪৫+৩ মিনিটে টিম ইন্ডিয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন নাসারুল্লায়েভ। যদিও ম্যাচের দ্বিতীয়ার্ধে ভারতকে আর কোনও গোল হজম করতে হয়নি। অবশ্য তারা নিজেরাও গোলের ব্যবধান কমাতে পারেনি। ফিফা ব়্যাঙ্কিংয়ে উজবেকিস্তান যেখানে ৬৮ নম্বরে রয়েছে, সেখানে ভারত রয়েছে ১০২ নম্বরে। ফলে টিম ইন্ডিয়াকে এই ম্যাচে যে বেগ পেতে হবে, সেটা আগে থেকেই আঁচ করা হয়েছিল। এই দুটো দলের মধ্যে মোট ৯ ম্যাচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে ভারত মাত্র একবারই জিততে পেরেছে। ৬ ম্যাচে তারা হেরেছে, আর বাকি দুটো ম্যাচ ড্র হয়েছে।


from Bengali News, Bangla Sangbad, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay https://ift.tt/PFm268n
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads