বড়দিনে সান্তার ঝুলিতে 'শীত' নেই, আনন্দ মাটি করতে পারে বৃষ্টি? https://ift.tt/KchG6I5 - MAS News bengali

বড়দিনে সান্তার ঝুলিতে 'শীত' নেই, আনন্দ মাটি করতে পারে বৃষ্টি? https://ift.tt/KchG6I5

বড়দিনে নিরুদ্দেশ। কলকাতায় বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত শহর কলকাতায় জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। তবে সামান্য স্বস্তি! এখনই কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ জেলায় জেলায় শীতের আমেজ থাকবে। কিন্তু, শীতের থিতু হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম। আগামী ২৮ তারিখ দার্জিলিঙে তুষারপাত হতে পারে, জানা যাচ্ছে এমনটাই। বড়দিনে কেমন থাকবে কলকাতার আবহাওয়া?শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রবিবার ছিল ২৫.১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৬১ শতাংশ।সোমবার বড়দিনে আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে জাঁকিয়ে শীতের প্রত্যাশা করা সম্ভব নয়। শহরের তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী। তাপমাত্রার বিশেষ বদলের খুব একটা সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশাছন্ন থাকবে আকাশ। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে।কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই শীতের আমেজ। গত কয়েক দিনে ফের তাপমাত্রা বেড়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নয়া ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তের জন্য রাজ্যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে। ফলে বাড়ছে তাপমাত্রার পারদ। চলতি সপ্তাহে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা কম। আগামী সপ্তাহে ফের তাপমাত্রার পারদ বাড়তে পারে। বড়দিনে কনকনে ঠান্ডার প্রত্যাশা করেন অনেকেই। কিন্তু, এই বছর শীতকাতুরেদের জন্য সুদিন। বড়দিন জাঁকিয়ে শীতের সম্ভাবনা অনেকাংশে কম। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?দার্জিলিঙের পারদ রবিবার নেমেছিল ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারের তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। আপাতত সেখানে তাপমাত্রার আমূল বদলের কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ নিম্নমুখী এবং আপাতত সেখানে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। দার্জিলিঙে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। স্বাভাবিকভাবেই এই সময় পর্যটকদের জন্য পাহাড়ভ্রমণে প্রাপ্তি থাকবে একাধিক। বর্তমানে বহু পর্যটক পাহাড়মুখী হয়েছেন।শীতের কামব্যাক কবে?স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে কামব্যাক করবে শীত? এখনও এই প্রসঙ্গে কোনও আশার কথা শোনাতে পারেননি আবহবিদরা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত পাঁচ দিন আবহাওয়ার বিশেষ বদলের সম্ভাবনা কম।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights | Ei Samay https://ift.tt/hZ8N0Cn
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads