তৃণমূলকে নিশানায় ঝাঁজ থাকে কেমন? নজরে শাহি-বার্তা https://ift.tt/QpTKUbk - MAS News bengali

তৃণমূলকে নিশানায় ঝাঁজ থাকে কেমন? নজরে শাহি-বার্তা https://ift.tt/QpTKUbk

এই সময়: বাংলা কি এখনও , অমিত শাহদের পাখির চোখ? প্রকাশ্যে রাজ্য বিজেপি নেতারা বলছেন, যতদিন না এ রাজ্যে পদ্ম-শাসন কায়েম হচ্ছে, ততদিন স্বস্তি নেই মোদী-শাহদের। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলার গেরুয়া নেতাদের অনেকেরই আশঙ্কা, অন্য কোনও পাখির চোখকে নিশানা করেছেন মোদী-শাহরা। বাংলা নিয়ে তাঁদের আর বিশেষ মাথাব্যথা নেই। এ বিষয়ে স্পষ্ট দিশা পেতে বঙ্গ-বিজেপি ২৯ নভেম্বরের মুখে চেয়ে বসে আছে। ওইদিন ধর্মতলার মঞ্চ থেকে শাহ কী বলেন, তা থেকে 'পাখির চোখ' সংক্রান্ত যাবতীয় প্রশ্নের সদুত্তর মিলবে বলে ধারণা বঙ্গ-বিজেপি নেতৃত্বর। রাজ্য বিজেপির এক পদাধিকারীর ব্যাখ্যা, ' তাঁর ভাষণে তৃণমূলকে আক্রমণ করবেন তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু দেখতে হবে, কতটা ঝাঁজ রয়েছে শাহের আক্রমণে। সভা শেষে আমাদের সেটাই যাচাই করে নিতে হবে। তাহলেই পরিষ্কার হয়ে যাবে, বাংলা এখনও পার্টির শীর্ষ নেতৃত্বের টার্গেট কি না।'২০১৯-এ লোকসভা ভোটের প্রচারে বাংলায় এসে , শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গই তাঁদের পাখির চোখ। সেই মতো রাজ্য বিজেপি নেতারাও কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য 'কোট' করে নিচুতলার কর্মীদের উৎসাহ জোগাতেন। ২০২১ বিধানসভা ভোটে দলের কেন্দ্রীয় নেতৃত্বের তৎপরতা দেখেও তেমনটাই মনে হয়েছিল এ রাজ্যের বিজেপি নেতাদের। তবে বিধানসভা ভোটে ভরাডুবির পর বাংলায় তৎপরতা অনেকটাই কমিয়েছেন ভিন রাজ্যের বিজেপি নেতারা। এমনকী, শাহ, জগৎপ্রকাশ নাড্ডার মতো নেতারা বাংলার বদলে বেশি সময় দিচ্ছেন ছত্তিসগড়, তেলঙ্গানার মতো রাজ্যগুলিতে। তবে কি বাংলায় তাঁদের আগ্রহ হারিয়েছেন শাহ-নাড্ডারা? রাজ্য বিজেপির এক প্রবীণ নেতার কথায়, 'কথা হয়েছিল, প্রতি মাসে একবার করে রাজ্যে আসবেন শাহ এবং নাড্ডা। তাঁরা সে কথা রাখেননি। আগে বাংলার সাংসদরা সহজেই দিল্লি গিয়ে শাহর সঙ্গে দেখা করতে পারতেন। ইদানীং তিনি সময় দিতেই চান না। এমনকী, নাড্ডাজির অ্যাপয়েন্টমেন্ট পেতেও বিস্তর কাঠখড় পোড়াতে হয়।'রাজনৈতিক কর্মসূচিতে শাহ বাংলায় আসছেন প্রায় সাত মাস পর। এর আগে তিনি এপ্রিলে বীরভূমের সিউড়িতে জনসভা করেছিলেন। মাঝে পুজো উদ্বোধনে ঝটিকা সফরে শাহ কলকাতায় এলেও তাঁর কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না। লোকসভা ভোটের মাস ছ'য়েক আগে ধর্মতলায় শাহের জনসভা তাই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ রাজ্য বিজেপি নেতাদের জন্যই। তার উপরই অনেকাংশে নির্ভর করছে বাংলায় বিজেপির কার্যকলাপ। কারণ, ২৯ তারিখ শাহের ভাষণে যদি সেরকম কোনও জোশ অথবা তৃণমূলের বিরুদ্ধে 'অলআউট অ্যাটাক' না থাকে, তাহলে রাজ্য বিজেপি নেতারা তৃণমূল বিরোধী লড়াইয়ের যাবতীয় দায়ভার নিজেদের কাঁধে তুলে নিতে চাইবেন কি না, তা নিয়ে সংশয় আছে। এর মধ্যে তৃণমূল-বিজেপির মধ্যে সেটিং রয়েছে বলে লাগাতার প্রচার করে চলেছে বাম-কংগ্রেস। যা রাজ্য বিজেপি নেতাদের পক্ষে যথেষ্ট বিড়ম্বনার।রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের কথায়, 'গোটা দেশটাই নরেন্দ্র মোদী, অমিত শাহদের পাখির চোখ। তৃণমূলের বিরুদ্ধে আমাদের আপসহীন লড়াই আরও শক্তিশালী হবে। অমিতজির সভার পর আমাদের দলের নেতা-কর্মীরা আরও উদ্বুদ্ধ হবেন।'


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/1CtUMio
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads